চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় হেলে পড়া চারতলা ভবনটি সিলগালা করা হয়েছে। পরে ফেরদৌস কমপ্লেক্স নামের ওই ভবনে থাকা লোকজন ও আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ বুধবার সকালে পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশনের ডান পাশে অবস্থিত ভবনটি হেলে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ওই ভবনকে ঝুকিঁপূর্ণ হিসেবে সীল করে দিয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকেও ভবনটিকে ঝুকিঁপূর্ণ উল্লেখ করে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে।’
বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র অফিসার কবির হোসেন বলেন, ওই ভবনে বিভিন্ন তলায় ছয়টি বাণিজ্যিক অফিস এবং নিচ তলায় দুটি মুদির দোকান ও ফটোকপির দোকান রয়েছে। বুধবার সকালে মুদির দোকানদার ভবন হেলে পড়ার বিষয়টি খেয়াল করেন। এরপর বিষয়টি মালিককে জানান।
ভবনের মালিক খোরশেদ আলম বাপ্পি বলেন, ‘কিছুদিন আগে চার তলা ওই ভবনের পাশে নালা সম্প্রসারণের জন্য ২১ ফুট পর্যন্ত ভেঙে ফেলা হয়। কিন্তু ভবনের নিচের একটা অংশ ফাঁকা থেকে যায়। এই কারণে চারটি পিলার ভেঙে গেলে ভবনটি নালার দিকে হেলে পড়েছে। আপাতত লোকজন ও জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে।’
এ বিষয়ে প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের জন্য ভবন মালিককে আমরা তিন মাসের সময় দিয়েছিলাম। কিন্তু তারা দুই বছরেও তা করেনি। এখন যা হওয়ার তাই হয়েছে।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে