
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের চিংড়িঘেরে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার চারজন হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার সওদাগরঘোনা গ্রামের শাখাওয়াত হোসেন, মো. রাশেদ, আক্তার হোসেন ও রামপুর এলাকার মো. হাশেম (২২)। গতকাল বৃহস্পতিবার সওদাগরঘোনায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে চকরিয়া থানার পুলিশ। আজ থানা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চকরিয়ার চিংড়ি জোনের রামপুর মৌজায় ৩০০ একর আয়তনের ঘেরে ডাকাতি হয়। এই ঘটনায় গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ব্যাপারী আব্দুল হামিদ বাদী হয়ে মামলা করেন। পুলিশ সওদাগরঘোনা থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে।
বাদী হামিদ বলেন, ‘খামার ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরীর কাছ থেকে চিংড়িঘেরে ডাকাতির খবর পাই। পরে খোঁজখবর নিতে শুরু করি এবং স্থানীয় লোকজনের মাধ্যমে ডাকাতিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের খামারে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। মামলায় এজাহারনামীয় আসামি সাতজন। আরও দু-তিনজনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
৮ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১১ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৪ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপহৃত কর্মচারী আব্দুর রহমানকে (৪৫) উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. রাকিব হাসান আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
২১ মিনিট আগে