Ajker Patrika

ড. ইউনূসের গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ঘেরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   
ড. ইউনূসের গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ঘেরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪
ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চারজন। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের চিংড়িঘেরে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার চারজন হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার সওদাগরঘোনা গ্রামের শাখাওয়াত হোসেন, মো. রাশেদ, আক্তার হোসেন ও রামপুর এলাকার মো. হাশেম (২২)। গতকাল বৃহস্পতিবার সওদাগরঘোনায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে চকরিয়া থানার পুলিশ। আজ থানা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চকরিয়ার চিংড়ি জোনের রামপুর মৌজায় ৩০০ একর আয়তনের ঘেরে ডাকাতি হয়। এই ঘটনায় গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ব্যাপারী আব্দুল হামিদ বাদী হয়ে মামলা করেন। পুলিশ সওদাগরঘোনা থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে।

বাদী হামিদ বলেন, ‘খামার ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরীর কাছ থেকে চিংড়িঘেরে ডাকাতির খবর পাই। পরে খোঁজখবর নিতে শুরু করি এবং স্থানীয় লোকজনের মাধ্যমে ডাকাতিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের খামারে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। মামলায় এজাহারনামীয় আসামি সাতজন। আরও দু-তিনজনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত