Ajker Patrika

এক দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু

আখাউড়া প্রতিনিধি
এক দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু
একদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে আবারও শুরু হয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি। ছবি: আজকের পত্রিকা

এক দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে আবারও শুরু হয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি।

মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, ব্যবসায়ীদের কিছু ব্যক্তিগত কারণে গতকাল (২১ মে) আমরা মাছ রপ্তানি বন্ধ রেখেছিলাম। তবে আজ সকাল থেকে পুনরায় রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে ছয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতের এমন সিদ্ধান্তে দুই দেশের পারস্পরিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা দ্রুত কূটনৈতিক পর্যায়ে সমাধান চেয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভারত সরকার যেসব পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তার মধ্যে রয়েছে বাংলাদেশি তৈরি পোশাক, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, সুতা ও সুতার উপজাত এবং আসবাবপত্র। এর মধ্যে তৈরি পোশাক ও কাঠের আসবাব ছাড়া অন্যান্য পণ্য নিয়মিতভাবে আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি হতো।

আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে বন্দরটি দিয়ে প্রায় ৪২৮ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি বেড়ে হয়েছে ৪৫৩ কোটি টাকা। একই সময়ে আমদানি হয়েছে মাত্র ১০৬ টন পণ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত