নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর রোডমার্চ নয়, এবার কর্মসূচি রাজধানীতে। রাজধানীতেই সরকারের পতন ঘটানো হবে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণে জনসভায় রাত ৮টার দিকে তিনি এ কথা বলেন।
চট্টগ্রামে বিএনপির রোডমার্চ শেষে জনসভায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা, ফেনী ও মিরসরাই হয়ে রোডমার্চটি চট্টগ্রামে এসে রাত ৮টার দিকে শেষ হয়।
মির্জা ফখরুল বলেন, ‘চট্টগ্রামে গণবিস্ফোরণ। কি, তাই না। মানুষ জেগে উঠেছে না? ওরা টিকে আছে শুধু বন্দুকের জোরে। আপনারা দীর্ঘ পাঁচ ঘণ্টা অপেক্ষা করেছেন আমার জন্য। কেন? এটি শোনার জন্য যে, শেখ হাসিনা কবে যাবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই, অনেক কথা বলেছি, অনেক রোডমার্চ করেছি, অনেক সমাবেশ করেছি। চট্টগ্রামের এই রোডমার্চই শেষ। এর পরে আর রোডমার্চ নয়। এরপর সব ঢাকায়, রাজধানীতে। রাজধানীতেই সরকারের পতন ঘটানো হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনাকে পরিষ্কার করে বলতে চাই, অনেক মানুষ খুন করেছেন। আমাদের ভাইদের গুম করেছেন। পুলিশ ভাইদের বলতে চাই, আর অন্যায় আদেশ মানবেন না। অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না এবং আর গায়েবি মামলা দেবেন না। মানুষ জেগে উঠেছে। শান্তিপূর্ণভাবে যদি ক্ষমতা হস্তান্তর করেন তো ভালো।’
ফখরুল বলেন, ‘সংসদ বিলুপ্ত করেন। নির্বাচন কমিশন নতুনভাবে গঠন করেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন। বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করেছেন। মুখ দিয়ে সেটি বের হয়ে গেছে। কী দরকার চিকিৎসার! খালেদা জিয়ার বয়স ৮০ পার হয়েছে।’
সামনে দুর্গাপূজা উপলক্ষে আন্দোলন বন্ধ রাখার কথা জানিয়ে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন। এর মধ্যে ৯ অক্টোবর বিভাগীয় পর্যায়ে সমাবেশ, ১২ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় ছাত্র সমাবেশ, ১৪ অক্টোবর বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে অনশন, ১৬ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় যুব সমাবেশ এবং ১৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ। সেখানে বিএনপির পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আল্লাহর কাছে দোয়া করি, ১৮ অক্টোবরের কর্মসূচি যেন শেষ কর্মসূচি হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর রোডমার্চ নয়, এবার কর্মসূচি রাজধানীতে। রাজধানীতেই সরকারের পতন ঘটানো হবে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণে জনসভায় রাত ৮টার দিকে তিনি এ কথা বলেন।
চট্টগ্রামে বিএনপির রোডমার্চ শেষে জনসভায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা, ফেনী ও মিরসরাই হয়ে রোডমার্চটি চট্টগ্রামে এসে রাত ৮টার দিকে শেষ হয়।
মির্জা ফখরুল বলেন, ‘চট্টগ্রামে গণবিস্ফোরণ। কি, তাই না। মানুষ জেগে উঠেছে না? ওরা টিকে আছে শুধু বন্দুকের জোরে। আপনারা দীর্ঘ পাঁচ ঘণ্টা অপেক্ষা করেছেন আমার জন্য। কেন? এটি শোনার জন্য যে, শেখ হাসিনা কবে যাবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই, অনেক কথা বলেছি, অনেক রোডমার্চ করেছি, অনেক সমাবেশ করেছি। চট্টগ্রামের এই রোডমার্চই শেষ। এর পরে আর রোডমার্চ নয়। এরপর সব ঢাকায়, রাজধানীতে। রাজধানীতেই সরকারের পতন ঘটানো হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনাকে পরিষ্কার করে বলতে চাই, অনেক মানুষ খুন করেছেন। আমাদের ভাইদের গুম করেছেন। পুলিশ ভাইদের বলতে চাই, আর অন্যায় আদেশ মানবেন না। অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না এবং আর গায়েবি মামলা দেবেন না। মানুষ জেগে উঠেছে। শান্তিপূর্ণভাবে যদি ক্ষমতা হস্তান্তর করেন তো ভালো।’
ফখরুল বলেন, ‘সংসদ বিলুপ্ত করেন। নির্বাচন কমিশন নতুনভাবে গঠন করেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন। বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করেছেন। মুখ দিয়ে সেটি বের হয়ে গেছে। কী দরকার চিকিৎসার! খালেদা জিয়ার বয়স ৮০ পার হয়েছে।’
সামনে দুর্গাপূজা উপলক্ষে আন্দোলন বন্ধ রাখার কথা জানিয়ে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন। এর মধ্যে ৯ অক্টোবর বিভাগীয় পর্যায়ে সমাবেশ, ১২ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় ছাত্র সমাবেশ, ১৪ অক্টোবর বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে অনশন, ১৬ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় যুব সমাবেশ এবং ১৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ। সেখানে বিএনপির পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আল্লাহর কাছে দোয়া করি, ১৮ অক্টোবরের কর্মসূচি যেন শেষ কর্মসূচি হয়।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
২ ঘণ্টা আগে