রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে সেরেস্তাদারের যোগসাজশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ভুয়া তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারণার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গতকাল বুধবার দুপুরে লংগদু উপজেলার মাইনীমুখ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গ্রেপ্তার রাসেল চৌধুরী বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এ ঘটনায় রাসেলকে গ্রেপ্তার করায় তাঁকে উপজেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আমতলী ইউনিয়ন আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়নি। অব্যাহতি দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতাব্বর।
সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পারভেজ হোসেন নামের এক ব্যক্তি রাসেলসহ ১০ জনের বিরুদ্ধে রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। রাসেল ওই নির্দেশের কপি পিবিআইয়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে আদালতের সেরেস্তাদারের কাছ থেকে হাতিয়ে নেন। পরে নিজে একটি তদন্ত প্রতিবেদন বানিয়ে আদালতে জমা দেন।
প্রতিবেদন দেখে আদালতের সন্দেহ হলে কোর্ট পুলিশকে অবহিত করা হয়। পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে, রাসেল জালিয়াতির মাধ্যমে পিবিআইয়ের সাবেক পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমের নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করেছেন। তিনি ২০১৪–২০১৮ সাল পর্যন্ত পিবিআই চট্টগ্রাম কর্মরত ছিলেন। এ ঘটনায় গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় প্রতারণা ও জাল জালিয়াতির মামলা করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘প্রতারক রাসেল চৌধুরীকে ফৌজদারি অপরাধে জাল-জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’
এ ছাড়া রাসেল চৌধুরীর বিরুদ্ধে ভুয়া আইনজীবী, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর জাল, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের স্বাক্ষর জাল, বিভিন্ন হেডম্যানদের স্বাক্ষর জালসহ কয়েক ডজন অভিযোগ রয়েছে।

রাঙামাটিতে সেরেস্তাদারের যোগসাজশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ভুয়া তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারণার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গতকাল বুধবার দুপুরে লংগদু উপজেলার মাইনীমুখ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গ্রেপ্তার রাসেল চৌধুরী বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এ ঘটনায় রাসেলকে গ্রেপ্তার করায় তাঁকে উপজেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আমতলী ইউনিয়ন আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়নি। অব্যাহতি দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতাব্বর।
সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পারভেজ হোসেন নামের এক ব্যক্তি রাসেলসহ ১০ জনের বিরুদ্ধে রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। রাসেল ওই নির্দেশের কপি পিবিআইয়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে আদালতের সেরেস্তাদারের কাছ থেকে হাতিয়ে নেন। পরে নিজে একটি তদন্ত প্রতিবেদন বানিয়ে আদালতে জমা দেন।
প্রতিবেদন দেখে আদালতের সন্দেহ হলে কোর্ট পুলিশকে অবহিত করা হয়। পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে, রাসেল জালিয়াতির মাধ্যমে পিবিআইয়ের সাবেক পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমের নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করেছেন। তিনি ২০১৪–২০১৮ সাল পর্যন্ত পিবিআই চট্টগ্রাম কর্মরত ছিলেন। এ ঘটনায় গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় প্রতারণা ও জাল জালিয়াতির মামলা করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘প্রতারক রাসেল চৌধুরীকে ফৌজদারি অপরাধে জাল-জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’
এ ছাড়া রাসেল চৌধুরীর বিরুদ্ধে ভুয়া আইনজীবী, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর জাল, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের স্বাক্ষর জাল, বিভিন্ন হেডম্যানদের স্বাক্ষর জালসহ কয়েক ডজন অভিযোগ রয়েছে।

এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
১৫ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে