রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে সেরেস্তাদারের যোগসাজশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ভুয়া তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারণার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গতকাল বুধবার দুপুরে লংগদু উপজেলার মাইনীমুখ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গ্রেপ্তার রাসেল চৌধুরী বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এ ঘটনায় রাসেলকে গ্রেপ্তার করায় তাঁকে উপজেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আমতলী ইউনিয়ন আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়নি। অব্যাহতি দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতাব্বর।
সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পারভেজ হোসেন নামের এক ব্যক্তি রাসেলসহ ১০ জনের বিরুদ্ধে রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। রাসেল ওই নির্দেশের কপি পিবিআইয়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে আদালতের সেরেস্তাদারের কাছ থেকে হাতিয়ে নেন। পরে নিজে একটি তদন্ত প্রতিবেদন বানিয়ে আদালতে জমা দেন।
প্রতিবেদন দেখে আদালতের সন্দেহ হলে কোর্ট পুলিশকে অবহিত করা হয়। পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে, রাসেল জালিয়াতির মাধ্যমে পিবিআইয়ের সাবেক পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমের নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করেছেন। তিনি ২০১৪–২০১৮ সাল পর্যন্ত পিবিআই চট্টগ্রাম কর্মরত ছিলেন। এ ঘটনায় গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় প্রতারণা ও জাল জালিয়াতির মামলা করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘প্রতারক রাসেল চৌধুরীকে ফৌজদারি অপরাধে জাল-জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’
এ ছাড়া রাসেল চৌধুরীর বিরুদ্ধে ভুয়া আইনজীবী, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর জাল, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের স্বাক্ষর জাল, বিভিন্ন হেডম্যানদের স্বাক্ষর জালসহ কয়েক ডজন অভিযোগ রয়েছে।

রাঙামাটিতে সেরেস্তাদারের যোগসাজশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ভুয়া তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারণার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গতকাল বুধবার দুপুরে লংগদু উপজেলার মাইনীমুখ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গ্রেপ্তার রাসেল চৌধুরী বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এ ঘটনায় রাসেলকে গ্রেপ্তার করায় তাঁকে উপজেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আমতলী ইউনিয়ন আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়নি। অব্যাহতি দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতাব্বর।
সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পারভেজ হোসেন নামের এক ব্যক্তি রাসেলসহ ১০ জনের বিরুদ্ধে রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। রাসেল ওই নির্দেশের কপি পিবিআইয়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে আদালতের সেরেস্তাদারের কাছ থেকে হাতিয়ে নেন। পরে নিজে একটি তদন্ত প্রতিবেদন বানিয়ে আদালতে জমা দেন।
প্রতিবেদন দেখে আদালতের সন্দেহ হলে কোর্ট পুলিশকে অবহিত করা হয়। পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে, রাসেল জালিয়াতির মাধ্যমে পিবিআইয়ের সাবেক পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমের নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করেছেন। তিনি ২০১৪–২০১৮ সাল পর্যন্ত পিবিআই চট্টগ্রাম কর্মরত ছিলেন। এ ঘটনায় গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় প্রতারণা ও জাল জালিয়াতির মামলা করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘প্রতারক রাসেল চৌধুরীকে ফৌজদারি অপরাধে জাল-জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’
এ ছাড়া রাসেল চৌধুরীর বিরুদ্ধে ভুয়া আইনজীবী, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর জাল, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের স্বাক্ষর জাল, বিভিন্ন হেডম্যানদের স্বাক্ষর জালসহ কয়েক ডজন অভিযোগ রয়েছে।

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
২৫ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
২৮ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
৩৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
৪৩ মিনিট আগে