চট্টগ্রামে ছুরিকাঘাত মো. হোসেন মান্না (৫০) নামে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা খুন হয়েছেন। আহত হয়েছেন নিহতের ছেলে অমিত হোসেন (২০)। আজ রোববার নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া হাজী আশরাফ আলী রোডে এই ঘটনা ঘটে।
নিহত হোসেন মান্না ওই এলাকার মধ্যম সরাইপাড়া এলাকার মো. নুরু মিয়ার ছেলে। তিনি পাহাড়তলী ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।
পুলিশ জানায়, নগরীর একই এলাকার বাসিন্দা মোহাম্মদ জসিম উদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে হোসেনের পূর্বশত্রুতা ছিল। আজ দুজনের তর্কাতর্কির একপর্যায়ে এই খুনের ঘটনা ঘটে। এ সময় নিহত হোসেনের ছেলে এগিয়ে আসলে সেও আহত হন। ঘটনার পর অভিযুক্ত পলিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিএমপি পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. মঈনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মূলত পূর্বশত্রুতার জেরে জসিম উদ্দিন নামে এক ব্যক্তি হোসেন মান্নাকে ছুরিকাঘাত করে। এ সময় তাঁকে বাঁচাতে ছেলে এগিয়ে আসলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা তাঁদের দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে সেখানে চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর লাশ হাসপাতাল মর্গে রয়েছে। হোসেনের ছেলে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তিনি বলেন, স্থানীয় ওই ব্যক্তির সঙ্গে হোসেন মান্নার বিরোধ ছিল। তবে কি নিয়ে বিরোধ ছিল তা জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৮ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে