নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ধর্মীয় অনুভূতিতে আঘাত, অগ্নিসংযোগ, হত্যাচেষ্টাসহ নানা অভিযোগের মামলায় বর্তমানে কারাগারে আছেন রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। আজ বুধবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ফারাজ করিমের বাবা ফজলে করিম টাইলস করা মেঝেতে তোশক বিছিয়ে কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছেন। ছবিটির ক্যাপশনে লেখা, ‘ক্ষমতা কখনই চিরস্থায়ী নয়। তবুও মানুষ অহংকার করে, জুলুম করে।’
ছবিটি চট্টগ্রাম কারাগার থেকে তোলা বলে দাবি করা হয়েছে ফেসবুক ও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। তবে ছবিটি কারাগারের নয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন।
মুহাম্মদ মঞ্জুর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভাইরাল ছবিটি আমিও দেখেছি। চট্টগ্রামে কারাগারে এ রকম কোনো কক্ষ নেই। এটি এডিটেড অথবা সরকার পতনের পর গোপনে কোথাও থাকার ছবি।’
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের যাচাইয়ে দেখা যায়, ছবিটি এডিটেড হওয়ার সম্ভাবনা কম। তবে ছবিটি কারা ছড়িয়েছে এটি নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হওয়ার আগের ছবি হতে পারে এটি।
গত ২৬ সেপ্টেম্বর দুই দিনের রিমান্ড শেষে এ বি এম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে তাঁকে আটকের কথা জানায় বিজিবি। সেদিন বিজিবি জানায়, ‘অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা’ করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সেখান থেকে ফজলে করিমকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে।
সবশেষ গত ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টারে তাঁকে চট্টগ্রামে আনা হয়। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।

ধর্মীয় অনুভূতিতে আঘাত, অগ্নিসংযোগ, হত্যাচেষ্টাসহ নানা অভিযোগের মামলায় বর্তমানে কারাগারে আছেন রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। আজ বুধবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ফারাজ করিমের বাবা ফজলে করিম টাইলস করা মেঝেতে তোশক বিছিয়ে কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছেন। ছবিটির ক্যাপশনে লেখা, ‘ক্ষমতা কখনই চিরস্থায়ী নয়। তবুও মানুষ অহংকার করে, জুলুম করে।’
ছবিটি চট্টগ্রাম কারাগার থেকে তোলা বলে দাবি করা হয়েছে ফেসবুক ও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। তবে ছবিটি কারাগারের নয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন।
মুহাম্মদ মঞ্জুর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভাইরাল ছবিটি আমিও দেখেছি। চট্টগ্রামে কারাগারে এ রকম কোনো কক্ষ নেই। এটি এডিটেড অথবা সরকার পতনের পর গোপনে কোথাও থাকার ছবি।’
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের যাচাইয়ে দেখা যায়, ছবিটি এডিটেড হওয়ার সম্ভাবনা কম। তবে ছবিটি কারা ছড়িয়েছে এটি নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হওয়ার আগের ছবি হতে পারে এটি।
গত ২৬ সেপ্টেম্বর দুই দিনের রিমান্ড শেষে এ বি এম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে তাঁকে আটকের কথা জানায় বিজিবি। সেদিন বিজিবি জানায়, ‘অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা’ করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সেখান থেকে ফজলে করিমকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে।
সবশেষ গত ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টারে তাঁকে চট্টগ্রামে আনা হয়। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে