ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘রাজনীতির নামে যারা এলাকায় বিশৃঙ্খলা, অন্যের জমি দখল, অন্যায় কাজ আর অশান্তি সৃষ্টি করবে তাদের বয়কট করবেন। মসজিদে এসে নামাজ পড়ে অন্যের জমি দখল করলে এই নামাজ কোনো কাজে আসবে না।
আজ শুক্রবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হেটিখাইন হাজীবাড়ী জামে মসজিদে জুমার নামাজের মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘রাজনীতি আর মন্ত্রিত্ব বাইরে সামাজিক দায়বদ্ধতা বড়। সামাজিক দায়বদ্ধতা নিয়েই আমি মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি। সমাজের অপকর্ম সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের চিহ্নিত করবেন। কোনো অন্যায়কারীকে কখনো আশ্রয় দিইনি, আগামীতেও দেব না।’
ভূমিমন্ত্রী আরও বলেন, ‘উন্নয়নের জন্য কাউকে দাবি নিয়ে আসতে হবে না। উন্নয়নের দায়িত্ব আমি নিলাম। আনোয়ারায় আগামী এক শ বছরের উন্নয়নের পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। দেশের মেগা প্রকল্প কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলসহ যোগাযোগ ব্যবস্থার এসেছে ব্যাপক পরিবর্তন। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’
এ সময় চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, সহকারী পুলিশ সুপার কামরুল হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, সুগ্রীব মজুমদার দোলন, বারশতের চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্, হাইধরের চেয়ারম্যান মো. কলিম উদ্দিন, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, আবদুল মালেক, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ নোমান, যুবলীগ নেতা এম নজরুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ভূমিমন্ত্রী মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাইলধর নিজ বাড়িতে তার প্রয়াত বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত করেন।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে