হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

বই উৎসবের দুই মাস পার হলেও এখনো হোমনা উপজেলার দাখিল মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণি থেকে নবম শ্রেণির অধিকাংশ বিষয়ের বই পায়নি শিক্ষার্থীরা।
জানা গেছে, মাধ্যমিকের সপ্তম শ্রেণির ১১ বিষয় ও মাদ্রাসা শাখার নবম শ্রেণির ১৬ বিষয়ের বই পায়নি শিক্ষার্থীরা। এসব বই কবে নাগাত পাওয়া যাবে তারও কোনো সঠিক তথ্য নেই শিক্ষা অফিসে। বই না থাকায় ঠিকমতো শ্রেণি কার্যক্রম চালানো যাচ্ছে না। এতে ছাত্রছাত্রীরাও পড়ায় আগ্রহ পাচ্ছে না। ফলে দাখিল ও মাধ্যমিক স্তরে অনেকটা ঢিলেঢালাভাবেই চলছে শিক্ষা কার্যক্রম।
হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আবদুল হক বলেন, বই না থাকলেও আমরা পুরোনো বই দিয়েই পাঠদান কার্যক্রম চালাচ্ছি। তবে ছাত্রছাত্রীদের সুবিধার্থে বইগুলো দ্রুত দেওয়া দরকার।
শিক্ষা অফিস ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ে ও সাতটি দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের চার-পাঁচটি বিষয়ের বই দেওয়া হয়েছে। বাকি রয়েছে গুরুত্বপূর্ণ বইগুলো, যেমন—বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, বিজ্ঞান, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বাংলা ব্যাকরণ, বাংলা দ্রুতপঠন, ইংরেজি গ্রামার, কর্ম ও জীবনমুখী শিক্ষা।
এ ছাড়া মাদ্রাসায় নবম শ্রেণির ১৬ বিষয় যেমন—কুরআন মজিদ, আকাইদ ও ফিকাহ হাদিস শরীফ, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, বাংলা, বাংলা ব্যাকরণ, ইংরেজি, ইংরেজি গ্রামার, গণিত, ইসলামের ইতিহাস, ক্যারিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি ও উচ্চতর গণিতসহ ১৬ বিষয়ের বই এখনো দেওয়া হয়নি।
ষষ্ঠ শ্রেণির বাংলা ব্যাকরণ, বাংলা দ্রুতপঠন, ইংরেজি গ্রামার এবং কর্ম ও জীবন বই পাওয়া যায়নি। হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান বলেন, পর্যায়ক্রমে বই আসছে। বই না থাকলেও শিক্ষকদের পাঠদানে কোনো সমস্যা হচ্ছে না। শিক্ষা গাইড ও ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করে পাঠদান ঠিকই চলছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যায়ক্রমে বই আসছে। আশা করছি দ্রুত সময়ে আমরা বই পেয়ে যাব।’

বই উৎসবের দুই মাস পার হলেও এখনো হোমনা উপজেলার দাখিল মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণি থেকে নবম শ্রেণির অধিকাংশ বিষয়ের বই পায়নি শিক্ষার্থীরা।
জানা গেছে, মাধ্যমিকের সপ্তম শ্রেণির ১১ বিষয় ও মাদ্রাসা শাখার নবম শ্রেণির ১৬ বিষয়ের বই পায়নি শিক্ষার্থীরা। এসব বই কবে নাগাত পাওয়া যাবে তারও কোনো সঠিক তথ্য নেই শিক্ষা অফিসে। বই না থাকায় ঠিকমতো শ্রেণি কার্যক্রম চালানো যাচ্ছে না। এতে ছাত্রছাত্রীরাও পড়ায় আগ্রহ পাচ্ছে না। ফলে দাখিল ও মাধ্যমিক স্তরে অনেকটা ঢিলেঢালাভাবেই চলছে শিক্ষা কার্যক্রম।
হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আবদুল হক বলেন, বই না থাকলেও আমরা পুরোনো বই দিয়েই পাঠদান কার্যক্রম চালাচ্ছি। তবে ছাত্রছাত্রীদের সুবিধার্থে বইগুলো দ্রুত দেওয়া দরকার।
শিক্ষা অফিস ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ে ও সাতটি দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের চার-পাঁচটি বিষয়ের বই দেওয়া হয়েছে। বাকি রয়েছে গুরুত্বপূর্ণ বইগুলো, যেমন—বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, বিজ্ঞান, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বাংলা ব্যাকরণ, বাংলা দ্রুতপঠন, ইংরেজি গ্রামার, কর্ম ও জীবনমুখী শিক্ষা।
এ ছাড়া মাদ্রাসায় নবম শ্রেণির ১৬ বিষয় যেমন—কুরআন মজিদ, আকাইদ ও ফিকাহ হাদিস শরীফ, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, বাংলা, বাংলা ব্যাকরণ, ইংরেজি, ইংরেজি গ্রামার, গণিত, ইসলামের ইতিহাস, ক্যারিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি ও উচ্চতর গণিতসহ ১৬ বিষয়ের বই এখনো দেওয়া হয়নি।
ষষ্ঠ শ্রেণির বাংলা ব্যাকরণ, বাংলা দ্রুতপঠন, ইংরেজি গ্রামার এবং কর্ম ও জীবন বই পাওয়া যায়নি। হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান বলেন, পর্যায়ক্রমে বই আসছে। বই না থাকলেও শিক্ষকদের পাঠদানে কোনো সমস্যা হচ্ছে না। শিক্ষা গাইড ও ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করে পাঠদান ঠিকই চলছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যায়ক্রমে বই আসছে। আশা করছি দ্রুত সময়ে আমরা বই পেয়ে যাব।’

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২১ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে