Ajker Patrika

পটিয়ায় ইউপি চেয়ারম্যানের ভাই খুনের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় ইউপি চেয়ারম্যানের ভাই খুনের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় ইউপি চেয়ারম্যানের ছোট ভাই সোহেল খুনের ঘটনায় মোহাম্মদ শরিফ নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। আজ বুধবার ভোরে আনোয়ারা উপজেলা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরিফ কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকার মোহাম্মদ মনছুরের ছেলে।

এর আগে পুলিশ ঘটনার পর শরিফের বাবা মোহাম্মদ মনছুর ও তাঁর খালাতো ভাই জনিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। 

পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, ছুরিকাঘাতে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল খুনের ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর পূর্ব শত্রুতার জেরে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মোহাম্মদ সোহেলকে ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় আরও তিনজন ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ঘটনার পরদিন চেয়ারম্যান আবুল কাশেম বাদী হয়ে শরিফসহ ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত