Ajker Patrika

লক্ষ্মীপুরে নির্বাচনী সহিংসতায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির মৃত্যু

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২০: ০২
লক্ষ্মীপুরে নির্বাচনী সহিংসতায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন সজিবের মৃত্যু হয়েছে। সাজ্জাদ হোসেন সজিব নয়নপুর গ্রামের জহির উদ্দিন হাজী বাড়ীর মৃত মাওলানা আবদুস সাত্তারের ছেলে। এ ঘটনায় মাসুদ আলম (৩০) নামের একজন আহত হয়েছেন।

আজ রোববার বিকাল সাড়ে ৩টায় উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নৌকার প্রার্থী শাহনাজ আক্তারের সমর্থক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন সজিব (২২) ও স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন খাঁনের সমর্থক মো. মাসুদ আলম তর্কে লিপ্ত হন। একপর্যায়ে মাসুদ আলম ছাত্রলীগ নেতা সজিবের মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় দলীয় নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে চাঁদপুর নামক স্থানে তাঁর মৃত্যু হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত