Ajker Patrika

প্রতি জেলায় দায়রা ও জজ আদালতে হচ্ছে ন্যায়কুঞ্জ ভবন

বান্দরবান সংবাদদাতা
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ২০: ১০
প্রতি জেলায় দায়রা ও জজ আদালতে হচ্ছে ন্যায়কুঞ্জ ভবন

দেশের সব জেলার দায়রা ও জজ আদালতে ন্যায়কুঞ্জ ভবন স্থাপন করার কাজ শুরু হয়েছে। এই ভবন নির্মিত হলে দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা আদালত প্রাঙ্গণে ভোগান্তি থেকে বেঁচে যাবেন।

আজ মঙ্গলবার সকালে বান্দরবানে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নামে একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বিচারপতি মো. হাবিবুল গনি। তিনি বান্দরবানের বিভিন্ন মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করা এবং আদালত প্রাঙ্গণে আসা বিচারপ্রার্থীদের সহযোগিতা করতে জেলা ও দায়রা জজ আদালতের কর্মকর্তা-কর্মচারী, বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।

গণপূর্ত বিভাগের বাস্তবায়নে প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে এই ভবন তৈরি করা হচ্ছে। আর এই ন্যায়কুঞ্জ ভবনে বিচারপ্রার্থীদের জন্য আধুনিক বিশ্রামাগার, সুপেয় পানির ব্যবস্থা এবং নারী ও শিশুদের বসার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হচ্ছে।

ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার কাজী আরাফাত উদ্দিন, জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত