দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে মাহফিলের কাজে যাওয়ার পথে বাসচাপায় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মনির আহমদ আরশাদী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাটে এই দুর্ঘটনা ঘটে। তিনি ফেনী সদর হাসপাতাল মোড় জামে মসজিদের খতিব ছিলেন। দুর্ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
নিহত মাওলানা মনির আহমদ ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর শাহপাড়া গ্রামের ডা. ছালেহ আহমদের ছেলে।
মনির আহমদের ভাই মাওলানা মাহমুদুল হাসান বলেন, ‘আমার ভাই সকালে মাহফিলের কাজে বাড়ি থেকে ফেনী রওনা হন। পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২৫ নভেম্বর জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের উদ্যোগে ফেনী একাডেমির বিরিঞ্চি শাপলা চত্বরে সিরাতুন্নবী (সা.) মাহফিলের আয়োজন করা হয়। সেই মাহফিলের কাজে তিনি বাড়ি থেকে ফেনী আসার পথে ফুলগাজীর মুন্সিরহাট নামক স্থানে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে একটি বাস চাপা দেয়। তাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় চালকসহ আরও তিন ব্যক্তি আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নিহত মনির আহমেদ আরশাদীর লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম আজকের পত্রিকাকে বলেন, মুন্সিরহাটে সড়ক দুর্ঘটনায় একজন ইমামের মৃত্যুর খবর তিনি পেয়েছেন।

ফেনীতে মাহফিলের কাজে যাওয়ার পথে বাসচাপায় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মনির আহমদ আরশাদী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাটে এই দুর্ঘটনা ঘটে। তিনি ফেনী সদর হাসপাতাল মোড় জামে মসজিদের খতিব ছিলেন। দুর্ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
নিহত মাওলানা মনির আহমদ ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর শাহপাড়া গ্রামের ডা. ছালেহ আহমদের ছেলে।
মনির আহমদের ভাই মাওলানা মাহমুদুল হাসান বলেন, ‘আমার ভাই সকালে মাহফিলের কাজে বাড়ি থেকে ফেনী রওনা হন। পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২৫ নভেম্বর জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের উদ্যোগে ফেনী একাডেমির বিরিঞ্চি শাপলা চত্বরে সিরাতুন্নবী (সা.) মাহফিলের আয়োজন করা হয়। সেই মাহফিলের কাজে তিনি বাড়ি থেকে ফেনী আসার পথে ফুলগাজীর মুন্সিরহাট নামক স্থানে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে একটি বাস চাপা দেয়। তাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় চালকসহ আরও তিন ব্যক্তি আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নিহত মনির আহমেদ আরশাদীর লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম আজকের পত্রিকাকে বলেন, মুন্সিরহাটে সড়ক দুর্ঘটনায় একজন ইমামের মৃত্যুর খবর তিনি পেয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১৫ মিনিট আগে
সিলেটবাসী এবং ভ্রমণে আসা পর্যটকদের যোগাযোগের অন্যতম মাধ্যম রেলপথ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রেলযাত্রা হয়ে উঠছে বিরক্তির ও ভোগান্তির। টিকিট-সংকট, জরাজীর্ণ অবকাঠামো, ইঞ্জিনের ত্রুটি ও সংকটের কারণে নিয়মিতই ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হচ্ছে।
১ ঘণ্টা আগে
খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে