কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করতে গিয়ে তারা নিজেরাই অচল হয়ে পালিয়ে গেছে। স্বাধীনতা ও উন্নয়নবিরোধী বিএনপি-জামায়াতের ডাকে দেশের জনগণ সাড়া দিচ্ছে না। জনগণের সাড়া না পেয়ে তারা এখন পালিয়ে যাচ্ছে।’ এ সময় তিনি আগামী নির্বাচনে উন্নয়নের সরকার শেখ হাসিনাকে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
আজ শুক্রবার চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নে রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম সুপেয় পানি সরবরাহ প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘শোকের মাস আগস্ট। ১৫ আগস্টের কালো রাতে/// বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করেছিল স্বাধীনতাবিরোধীরা। এ হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে দেশকে পাকিস্তানে পরিণত করতে চেয়ে ছিল তারা।’
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘খালেদা জিয়া বলেছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশে মসজিদ থাকবে না। কিন্তু গত সাড়ে ১৪ বছরে সবচেয়ে বেশি মসজিদ নির্মাণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলায় কোটি টাকা ব্যয়ে আধুনিক মডেল মসজিদ নির্মাণ করছেন। তারা মিথ্যার রাজনীতি করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছে সব সময়। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারই প্রয়োজন।’
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এস এম আলমগীর চৌধুরী, ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরু প্রমুখ। পরে ভূমিমন্ত্রী ওই এলাকার সিংহরা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
উল্লেখ, দীর্ঘদিন ধরে উপজেলার চাতরী ইউনিয়নের সুপেয় পানির সংকটে দুই গ্রামের প্রায় সাড়ে ৬০০ পরিবার। এই সংকট নিরসনে ভূমিমন্ত্রীর সহযোগিতায় রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম সুপেয় পানি সরবরাহ প্রকল্পটি স্থাপন করা হয়। এ প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার পর সুপেয় পানির সংকট থেকে স্থানীয়রা রেহাই পেল।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করতে গিয়ে তারা নিজেরাই অচল হয়ে পালিয়ে গেছে। স্বাধীনতা ও উন্নয়নবিরোধী বিএনপি-জামায়াতের ডাকে দেশের জনগণ সাড়া দিচ্ছে না। জনগণের সাড়া না পেয়ে তারা এখন পালিয়ে যাচ্ছে।’ এ সময় তিনি আগামী নির্বাচনে উন্নয়নের সরকার শেখ হাসিনাকে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
আজ শুক্রবার চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নে রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম সুপেয় পানি সরবরাহ প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘শোকের মাস আগস্ট। ১৫ আগস্টের কালো রাতে/// বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করেছিল স্বাধীনতাবিরোধীরা। এ হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে দেশকে পাকিস্তানে পরিণত করতে চেয়ে ছিল তারা।’
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘খালেদা জিয়া বলেছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশে মসজিদ থাকবে না। কিন্তু গত সাড়ে ১৪ বছরে সবচেয়ে বেশি মসজিদ নির্মাণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলায় কোটি টাকা ব্যয়ে আধুনিক মডেল মসজিদ নির্মাণ করছেন। তারা মিথ্যার রাজনীতি করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছে সব সময়। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারই প্রয়োজন।’
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এস এম আলমগীর চৌধুরী, ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরু প্রমুখ। পরে ভূমিমন্ত্রী ওই এলাকার সিংহরা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
উল্লেখ, দীর্ঘদিন ধরে উপজেলার চাতরী ইউনিয়নের সুপেয় পানির সংকটে দুই গ্রামের প্রায় সাড়ে ৬০০ পরিবার। এই সংকট নিরসনে ভূমিমন্ত্রীর সহযোগিতায় রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম সুপেয় পানি সরবরাহ প্রকল্পটি স্থাপন করা হয়। এ প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার পর সুপেয় পানির সংকট থেকে স্থানীয়রা রেহাই পেল।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে