নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শীতের কুয়াশার কারণে ভোট বেশি কাস্ট হয়নি দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সেই কারণে ভোটের পার্সেন্টেজ প্রায় ৪২ শতাংশ। যদি কুয়াশা এবং শীত না থাকত, তাহলে আরও বেশি ভোট কাস্ট হতো।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো চট্টগ্রামে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘পূর্ব-পশ্চিমের সবার সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। সম্পর্ককে আরও গভীর করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
রোহিঙ্গা সংকট সমাধান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সব সময় কূটনৈতিকভাবে চেষ্টা করে যাচ্ছি। তাদের সঙ্গে এনগেজমেন্ট আরও বাড়াচ্ছি। আমি ন্যাম সামিটে যাচ্ছি, সেখানে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠকের কথা রয়েছে। আমরা কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
দ্বাদশ সংসদ নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায় গ্রহণ করেছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যে গ্রহণ করেছে তার প্রমাণ হচ্ছে, বহু নির্বাচনী পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই, আইআরআই, ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, ওআইসি ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর পর্যবেক্ষক থেকে শুরু করে আরও বিভিন্ন সংস্থার পর্যবেক্ষক এসেছিলেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশি বন্ধুরা নির্বাচন কমিশনে গেছেন। আজ কাগজে দেখলাম, নির্বাচন কমিশন যে তথ্য-উপাত্ত দিয়েছে, এতে তাঁরা সন্তুষ্ট হয়েছেন। জনগণের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। বেশির ভাগ নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ করেছে।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনের দিন প্রতি দু’ঘণ্টা পরপর ভোট কাস্টিংয়ের তথ্য দিয়েছিল নির্বাচন কমিশন। ম্যানুয়াল ভোটে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে, সেটি নির্ভুলভাবে দেওয়া সম্ভব নয়। ইভিএমে ভোট হলে সেটা সঙ্গে সঙ্গে কাস্ট হয়ে যেত। ম্যানুয়ালি হওয়ায় সঠিক তথ্য নির্বাচনের শেষে এসেছে।’

শীতের কুয়াশার কারণে ভোট বেশি কাস্ট হয়নি দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সেই কারণে ভোটের পার্সেন্টেজ প্রায় ৪২ শতাংশ। যদি কুয়াশা এবং শীত না থাকত, তাহলে আরও বেশি ভোট কাস্ট হতো।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো চট্টগ্রামে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘পূর্ব-পশ্চিমের সবার সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। সম্পর্ককে আরও গভীর করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
রোহিঙ্গা সংকট সমাধান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সব সময় কূটনৈতিকভাবে চেষ্টা করে যাচ্ছি। তাদের সঙ্গে এনগেজমেন্ট আরও বাড়াচ্ছি। আমি ন্যাম সামিটে যাচ্ছি, সেখানে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠকের কথা রয়েছে। আমরা কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
দ্বাদশ সংসদ নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায় গ্রহণ করেছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যে গ্রহণ করেছে তার প্রমাণ হচ্ছে, বহু নির্বাচনী পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই, আইআরআই, ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, ওআইসি ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর পর্যবেক্ষক থেকে শুরু করে আরও বিভিন্ন সংস্থার পর্যবেক্ষক এসেছিলেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশি বন্ধুরা নির্বাচন কমিশনে গেছেন। আজ কাগজে দেখলাম, নির্বাচন কমিশন যে তথ্য-উপাত্ত দিয়েছে, এতে তাঁরা সন্তুষ্ট হয়েছেন। জনগণের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। বেশির ভাগ নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ করেছে।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনের দিন প্রতি দু’ঘণ্টা পরপর ভোট কাস্টিংয়ের তথ্য দিয়েছিল নির্বাচন কমিশন। ম্যানুয়াল ভোটে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে, সেটি নির্ভুলভাবে দেওয়া সম্ভব নয়। ইভিএমে ভোট হলে সেটা সঙ্গে সঙ্গে কাস্ট হয়ে যেত। ম্যানুয়ালি হওয়ায় সঠিক তথ্য নির্বাচনের শেষে এসেছে।’

শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেম্বার জজ আদালতে আপিল করা হয়েছে। আমরা শুনানির জন্য অপেক্ষায় আছি। চেম্বার জজ আদালত নির্বাচন আয়োজনের পক্ষে বা বিপক্ষে রায় দিলে, তখন একটা ফাইনাল জায়গায় আমরা যেতে পারি।
১২ মিনিট আগে
নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
৩৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
৩৯ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
৪১ মিনিট আগে