শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

নাশকতার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা জামায়াতের আমিরসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া নূরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার একটি কক্ষ থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। সেখান থেকে বই, লিফলেট ও অর্থ সংগ্রহের রসিদ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফা কামাল (৪৪), ওই মাদ্রাসার মুহতামিম মো. মিজানুর রহমান (৪৩), সূচীপাড়া উত্তর ইউনিয়নের লাকামতা গ্রামের মৌলভী বাড়ির মৃত আনোয়ার হোসেনের পুত্র জালাল হোসেন (৩০), সূচীপাড়া গ্রামের সফিকুল ইসলামের পুত্র সামছুল আরেফিন (৩৩), দৈয়ারা গ্রামের মৃত আব্দুল হাইর পুত্র ইমাম হোসেন (৩৩), শোরসাক গ্রামের ইউসুফ আলীর পুত্র পারভেজ হোসাইন (৩০), একই গ্রামের মৃত তরিক উল্লার পুত্র মোশারফ হোসেন (৫০), দৈকামতা গ্রামের মৃত হাবিব উল্লাহ খানের পুত্র কাউছার খান (৫৩), সূচীপাড়া ভূঁইয়া বাড়ির মৃত জুনাব আলীর পুত্র মো. সোহরাব হোসেন (৪৬), বসুপাড়া গ্রামের মফিজুর রহমানের পুত্র মনির হোসেন (২৭), সূচীপাড়া দীঘিরপাড়ের সামছুদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলম (৪৮), চাঁদপুর গ্রামের মো. নিজাম উদ্দিনের পুত্র মো. জসিম উদ্দিন (৪৩), লাকামতা গ্রামের আ. মতিনের পুত্র আক্তার হোসেন (৩০) ও সূচীপাড়া পোদ্দার বাড়ির মৃত হাবিব উল্যাহর পুত্র আক্তার হোসেন (8৬)।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ওই মাদ্রাসার পাঠদান কক্ষে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলার আমিরসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা নাশকতামূলক কর্মকাণ্ড করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নাশকতামূলক কর্মকাণ্ড করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।
ওসি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ২০-২৫ জন নেতা-কর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বই, লিফলেট ও অর্থ সংগ্রহের রসিদ জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নাশকতার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা জামায়াতের আমিরসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া নূরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার একটি কক্ষ থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। সেখান থেকে বই, লিফলেট ও অর্থ সংগ্রহের রসিদ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফা কামাল (৪৪), ওই মাদ্রাসার মুহতামিম মো. মিজানুর রহমান (৪৩), সূচীপাড়া উত্তর ইউনিয়নের লাকামতা গ্রামের মৌলভী বাড়ির মৃত আনোয়ার হোসেনের পুত্র জালাল হোসেন (৩০), সূচীপাড়া গ্রামের সফিকুল ইসলামের পুত্র সামছুল আরেফিন (৩৩), দৈয়ারা গ্রামের মৃত আব্দুল হাইর পুত্র ইমাম হোসেন (৩৩), শোরসাক গ্রামের ইউসুফ আলীর পুত্র পারভেজ হোসাইন (৩০), একই গ্রামের মৃত তরিক উল্লার পুত্র মোশারফ হোসেন (৫০), দৈকামতা গ্রামের মৃত হাবিব উল্লাহ খানের পুত্র কাউছার খান (৫৩), সূচীপাড়া ভূঁইয়া বাড়ির মৃত জুনাব আলীর পুত্র মো. সোহরাব হোসেন (৪৬), বসুপাড়া গ্রামের মফিজুর রহমানের পুত্র মনির হোসেন (২৭), সূচীপাড়া দীঘিরপাড়ের সামছুদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলম (৪৮), চাঁদপুর গ্রামের মো. নিজাম উদ্দিনের পুত্র মো. জসিম উদ্দিন (৪৩), লাকামতা গ্রামের আ. মতিনের পুত্র আক্তার হোসেন (৩০) ও সূচীপাড়া পোদ্দার বাড়ির মৃত হাবিব উল্যাহর পুত্র আক্তার হোসেন (8৬)।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ওই মাদ্রাসার পাঠদান কক্ষে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলার আমিরসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা নাশকতামূলক কর্মকাণ্ড করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নাশকতামূলক কর্মকাণ্ড করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।
ওসি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ২০-২৫ জন নেতা-কর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বই, লিফলেট ও অর্থ সংগ্রহের রসিদ জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। তাঁর ডাকে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। বাবলু মিয়ার ছোট ছেলে ঘরে গিয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। তবে ঘরে বা বাড়িতে বাবলু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
২১ মিনিট আগে
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
১ ঘণ্টা আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
৩ ঘণ্টা আগে