
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। যেন শিক্ষকদের আচরণের কারণে শিক্ষার্থীরা স্কুলমুখী হয়। এ ছাড়া তিনি নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেন। তিনি বলেন, ‘অন্য মানুষের সঙ্গে আমার সম্পর্ক কেমন হওয়া উচিত, এটার শিক্ষাই হচ্ছে নৈতিক শিক্ষা। তাই সবাইকে নৈতিক শিক্ষার দিকে নজর দিতে হবে।’
আজ শনিবার সকালে লক্ষ্মীপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘প্রাথমিক লেভেলে আমাদের টার্গেট খুব ছোট। এখন প্রাইমারিতে বাচ্চাদের রোবটিকস শেখানো হচ্ছে। কিন্তু এটা মোটেও টার্গেট নয়। কেউ যদি বেশি শেখায়, সেটাতে ক্ষতি নেই। মিনিমাম যেটা চাচ্ছি, সেটা হলো সাক্ষরতা।’
উপদেষ্টা আরও বলেন, নতুন কারিকুলামের কারণে প্রাথমিকে শিক্ষার মান অবনতি হয়েছে। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। প্রাথমিকে বৃত্তির ব্যবস্থা চালু করার কথা ভাবছে সরকার।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসার সঞ্চালনায় আরও বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, সদর উপজেলা সহকারী শিক্ষা-অফিসার মো. শাহদাত হোসেনসহ অনেকে।

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
১৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২২ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
৪২ মিনিট আগে
ড. ফয়জুল হক বলেন, ‘এই দেশের বিড়ি বিক্রেতা, দাড়ি না রাখা মানুষ কিংবা সাধারণ মানুষ—তারা কি আমাদের ভোট দেবে না? ইসলাম সবার জন্য। আমার বক্তব্যকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে এই বক্তব্য আমাদের জন্য দুই কোটি টাকার সমপরিমাণ মার্কেটিং হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গিফট।’
১ ঘণ্টা আগে