Ajker Patrika

চকরিয়ায় সাবেক এমপির মুক্তির দাবিতে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫৫

কক্সবাজার প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের মুক্তির দাবিতে চকরিয়ায় ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বুধবার সকালে চকরিয়া উপজেলা শহরে এই মিছিল হয়। পরে জেলাজুড়ে পুলিশ অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন—রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মণ্ডল, রাজারকুল ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চাকমারকুল ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম মনজুর, উখিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন, চকরিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, ফতেখারকুল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শাহ আলম, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার আবু তাহের টুনু, সাবেক মেম্বার সিরাজুল বশর, জালিয়াপালং ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য আবুল মনজুর, আওয়ামী লীগ নেতা রিদুয়ান ইসলাম, সাবেক এমপি জাফর আলমের ভাগিনা হাসান আল বশরী ও কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নের শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল আমিন প্রমুখ।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে সাবেক এমপি জাফর আলমকে কড়া নিরাপত্তার মধ্যে কক্সবাজার জেলা কারাগার থেকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক আনোয়ারুল কবির তদন্ত কর্মকর্তাদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সাতটি মামলায় তাঁর ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত এলাকায় জাফর আলমের মুক্তির দাবিতে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নালের নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করেন। পাল্টা মিছিল বের করেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা, তাঁরা সাবেক এমপির ফাঁসির দাবিতে স্লোগান দেন।

এ সময় আদালত চত্বরে ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাল্টাপাল্টি মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ জেলায় অভিযান জোরদার করে।

এর আগে গত ৬ মে কক্সবাজার শহরের কলাতলী সৈকত এলাকায় যুবলীগ নেতা মোনাফ সিকদারের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়। ওই ঘটনায়ও পুলিশ এক দিনে ৩২ জনকে গ্রেপ্তার করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত