Ajker Patrika

চকরিয়ায় বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   
চকরিয়ায় বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু
তৌহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুতায়িত হয়ে তৌহিদুল ইসলাম (৪০) নামের এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম দরবেশকাটা উত্তরপাড়া এলাকার নুর আহম্মদের ছেলে।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর নিজের বাড়িতে বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেয়। তৌহিদ লাইন মেরামতের জন্য চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত