
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় শিশুকে ধর্ষণের দায়ে মো. জামাল (৫৫) নামে এক দোকানিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি দক্ষিণ পতেঙ্গা এলাকার বাসিন্দা।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার আরিফুল আলম বলেন, ‘এ মামলার একমাত্র আসামি জামাল এত দিন জামিনে ছিলেন। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।’
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ২০২০ সালের ৭ নভেম্বর আসামি জামালের দোকানে একটি চিপস কিনতে যায়। ওই দিন জামাল শিশুকে ৫০ টাকা এবং চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর দোকানের পেছনে নিয়ে যান এবং সেখানে নিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করেন। ভুক্তভোগী শিশু বাড়ি এসে তার বাবাকে সব খুলে বলে। তার বাবা বাদী হয়ে পতেঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।
মামলাটিতে তদন্ত করে ২০২০ সালের ২ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পতেঙ্গা থানা-পুলিশ। এতে মো. জামালকে একমাত্র আসামি করা হয়। এই মামলায় চিকিৎসকসহ মোট ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
২ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৫ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২০ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৬ মিনিট আগে