Ajker Patrika

ফেনীতে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে মুদি ব্যবসায়ী নিহত, আহত স্ত্রী-সন্তান

ফেনী প্রতিনিধি
ফেনীতে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষের ঘটনা স্থল। ছবি: সংগৃহীত
ফেনীতে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষের ঘটনা স্থল। ছবি: সংগৃহীত

ফেনীতে কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিজাম উদ্দিন (৪৫) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা তাঁর স্ত্রী ও দুই সন্তান আহত হয়েছেন। আজ রোববার সকালে ফেনী-সোনাগাজী সড়কের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের মৃত নুরুল হক সর্দারের ছেলে।

নিহতের শ্যালক নজরুল ইসলাম রাজু বলেন, অসুস্থ শ্বশুরকে দেখতে দুই দিন আগে চট্টগ্রাম থেকে সোনাগাজী আসেন নিজাম উদ্দিন। আজ সকাল ৭টার দিকে স্ত্রী-সন্তান নিয়ে চট্টগ্রামে ফিরে যাওয়ার জন্য অটোরিকশায় করে লালপোলে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ফেনী-সোনাগাজী সড়কের পুরোনো রাস্তার মাথায় (লক্ষ্মীপুর) পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই নিহত হন নিজাম উদ্দিন। এ সময় তাঁর স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হন। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিবিসি বাংলার সমালোচনার পর দুঃখপ্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

হাসিনার বক্তব্যে ‘ভারতের দায় নেই’, বাংলাদেশের দূতকে পাল্টা তলব

বেনজীর আহমেদের বক্তব্যে সব পুলিশ সদস্য ক্ষুব্ধ: পুলিশ অ্যাসোসিয়েশন

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের সময় গণপিটুনি, আহত ২০

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত