সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে ১৩ দিন ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতালটিতে পানিসংকটের কারণে শৌচাগারসহ পুরো পরিবেশ নোংরা ও দুর্গন্ধময় হয়ে উঠেছে। এ কারণে রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন।
হাসপাতালটিতে নিজস্ব একটি নলকূপ থাকলেও চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয়। এতে একদিকে যেমন ভর্তি রোগী; চিকিৎসক ও নার্সদের ভোগান্তি বেড়েছে, অন্যদিকে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিঘ্ন ঘটায় চরম বেকায়দায় পড়ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, কোনো কিছু না জানিয়েই গত ২০ মার্চ থেকে হাসপাতালটিতে পানি সরবরাহ বন্ধ করে দেয় ওয়াসা। কিন্তু কী কারণে বন্ধ রয়েছে, সে বিষয়টি জানতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ওয়াসার পানি সরবরাহ সচল করতে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার চেষ্টা করলেও কোনো সুরাহা মেলেনি। এতে বাধ্য হয়ে রোগীরা হাসপাতালের ভেতরে থাকা অগভীর নলকূপের পানি দিয়ে জরুরি কাজ সারছেন। তবে তা চাহিদার তুলনায় অপর্যাপ্ত হওয়ায় একদিকে যেমন তাঁরা অবর্ণনীয় দুর্ভোগে পড়ছেন, অন্যদিকে পানির অভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে বিঘ্ন ঘটায় হাসপাতালের যত্রতত্র অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হচ্ছে।
হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, পানি-সংকটের আগে হাসপাতালটিতে শতাধিক ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগী ভর্তি হতো। এর মধ্যে প্রতিদিন গড়ে ২০-২৫ জন ভর্তি হতো ডায়রিয়ায় আক্রান্ত রোগী। কিন্তু পানি-সংকটের কারণে তা ১০-১২ জনে নেমে এসেছে। যারা ভর্তি হচ্ছে, তারাও পানি-সংকটের কারণে এ হাসপাতাল ছেড়ে বাধ্য হচ্ছেন অন্য হাসপাতালে গিয়ে ভর্তি হতে।
বিআইটিআইডি হাসপাতালের পরিচালক মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে পানি সরবরাহ বন্ধ করে দেয় ওয়াসা। এতে পানি-সংকটে রোগীদের পাশাপাশি চিকিৎসক, নার্সসহ পুরো হাসপাতাল কর্তৃপক্ষ চরম বিপাকে পড়েছে। পানি সরবরাহ সচলে ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরও কোনো সুফল মেলেনি।’
চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী (মড-১) ইফতেখার উল্লাহ মামুন বলেন, ‘কর্ণফুলী নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে চাহিদা অনুযায়ী পানি তোলা সম্ভব হচ্ছে না। ফলে সব জায়গায় চাহিদামতো পানি সরবরাহ করা যাচ্ছে না। ভারী বৃষ্টিপাতের আগে সংকটের পুরোপুরি নিরসন হবে না।’

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে ১৩ দিন ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতালটিতে পানিসংকটের কারণে শৌচাগারসহ পুরো পরিবেশ নোংরা ও দুর্গন্ধময় হয়ে উঠেছে। এ কারণে রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন।
হাসপাতালটিতে নিজস্ব একটি নলকূপ থাকলেও চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয়। এতে একদিকে যেমন ভর্তি রোগী; চিকিৎসক ও নার্সদের ভোগান্তি বেড়েছে, অন্যদিকে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিঘ্ন ঘটায় চরম বেকায়দায় পড়ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, কোনো কিছু না জানিয়েই গত ২০ মার্চ থেকে হাসপাতালটিতে পানি সরবরাহ বন্ধ করে দেয় ওয়াসা। কিন্তু কী কারণে বন্ধ রয়েছে, সে বিষয়টি জানতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ওয়াসার পানি সরবরাহ সচল করতে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার চেষ্টা করলেও কোনো সুরাহা মেলেনি। এতে বাধ্য হয়ে রোগীরা হাসপাতালের ভেতরে থাকা অগভীর নলকূপের পানি দিয়ে জরুরি কাজ সারছেন। তবে তা চাহিদার তুলনায় অপর্যাপ্ত হওয়ায় একদিকে যেমন তাঁরা অবর্ণনীয় দুর্ভোগে পড়ছেন, অন্যদিকে পানির অভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে বিঘ্ন ঘটায় হাসপাতালের যত্রতত্র অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হচ্ছে।
হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, পানি-সংকটের আগে হাসপাতালটিতে শতাধিক ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগী ভর্তি হতো। এর মধ্যে প্রতিদিন গড়ে ২০-২৫ জন ভর্তি হতো ডায়রিয়ায় আক্রান্ত রোগী। কিন্তু পানি-সংকটের কারণে তা ১০-১২ জনে নেমে এসেছে। যারা ভর্তি হচ্ছে, তারাও পানি-সংকটের কারণে এ হাসপাতাল ছেড়ে বাধ্য হচ্ছেন অন্য হাসপাতালে গিয়ে ভর্তি হতে।
বিআইটিআইডি হাসপাতালের পরিচালক মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে পানি সরবরাহ বন্ধ করে দেয় ওয়াসা। এতে পানি-সংকটে রোগীদের পাশাপাশি চিকিৎসক, নার্সসহ পুরো হাসপাতাল কর্তৃপক্ষ চরম বিপাকে পড়েছে। পানি সরবরাহ সচলে ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরও কোনো সুফল মেলেনি।’
চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী (মড-১) ইফতেখার উল্লাহ মামুন বলেন, ‘কর্ণফুলী নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে চাহিদা অনুযায়ী পানি তোলা সম্ভব হচ্ছে না। ফলে সব জায়গায় চাহিদামতো পানি সরবরাহ করা যাচ্ছে না। ভারী বৃষ্টিপাতের আগে সংকটের পুরোপুরি নিরসন হবে না।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে