ফেনীর দাগনভূঞায় যুবলীগ কর্মীর হামলায় আহত যুবদল নেতা মারা গেছেন। নিহত ব্যক্তির নাম বেলাল হোসেন (৫০)। তিনি উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের খলিল ভূঞা বাড়ির আবু বকর ছিদ্দিকের ছেলে। গত রোববার সকালে নিহতের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
নিহতের মেয়ে সুমাইয়া আক্তার জানান, ‘আমার বাবা ২৩ ফেব্রুয়ারি সকালে আমাদের বাড়ির (খলিল ভূঞা বাড়ি) সামনের রাস্তায় দাঁড়ানো ছিলেন। তখন প্রতাপপুর গ্রামের মোমিন ব্যাপারী বাড়ির যুবলীগ কর্মী শামসুদ্দিন (২২), তার বাবা শাহ আলমসহ কয়েকজন এসে আমার বাবাকে এলোপাতাড়ি মারধর করে এবং জমিতে ফেলে দেয়।’
পরে এলাকার লোকজন তাঁকে অজ্ঞান অবস্থায় দেখে পরিবারে খবর দেন। পরিবারের লোকজন তাঁকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি হলে তাঁকে ২৪ ফেব্রুয়ারি সেখান থেকে রিলিজ নিয়ে দাগনভূঞার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই প্রাইভেট হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ভূঞা বলেন, ‘নিহত বেলাল হোসেন ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বিএনপির ত্যাগী কর্মী। তাঁকে যারা মারধর করেছে, সেই শামসুদ্দিন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।’
দাগনভূঞা পপুলার হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন মাহাদী জানান, ‘নিহত ব্যক্তিকে যে মারধর করা হয়েছে, তা গোপন রেখেই ওই রোগী হাসপাতালে ভর্তি হয়। পরে আমি পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, তার পেটে গ্যাসের সমস্যা ও ফুসফুসে ইনফেকশন আছে। আমি তার মুখে খাবার বন্ধ করে নল দিয়ে খাবার দিয়ে থাকি। বিকেলে রোগীর মেয়ে আমাকে জানায়, তার বাবাকে মারধর করা হয়েছে। সে জন্য তার পুরো শরীরে ব্যথা। পরে আমি তাকে হালকা ব্যথার ওষুধ দেই।’
দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আমরা হাসপাতালে এসে তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি। ময়নাতদন্তের রিপোর্টের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে