কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় মাদকের টাকার দ্বন্দ্বে ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামের এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে। গত সোমবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ইউসুফ আলী মাস্টারের বাড়ির সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মানিক। নিহত মানিক একই এলাকার মো. ছৈয়দের পুত্র। তাঁর সংসারে স্ত্রী ও এক কন্যা রয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে আনোয়ারা থানায় একই এলাকার মৃত আবু নাসের কন্ট্রাক্টরের ছেলে মো. রাসেলকে (৩৬) প্রধান আসামি ও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই মোহাম্মদ বাবু প্রকাশ বাবুল।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার মাদক কারবারি রাসেল ও মানিকের সঙ্গে মাদক কারবার টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল দীর্ঘদিন ধরে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাসেল ও তার এক সহযোগীর সঙ্গে মানিকের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে রাসেল ও তাঁর সহযোগীরা মানিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা মানিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের স্বজনেরা বলেন, ‘মা, স্ত্রী সন্তানের সঙ্গে ইফতার করে ঘরে বিশ্রাম নিচ্ছিল মানিক। কেউ একজন ফোন করে ঘর থেকে তাকে বাইরে নিয়ে যায়। পরে একটা ফোন আসে, ফোনে বলে মানিককে হত্যা করা হয়েছে, মেডিকেলে আছে। এটা শোনার পরে আমরা মেডিকেলে ছুটে যাই এবং তাঁর লাশ দেখতে পাই। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানাচ্ছি।’
এদিকে ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা রোকেয়া বেগম (৬০)। তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে ঘর থেকে ডেকে নিয়ে আমার ছেলেকে তারা খুন করেছে। আমি এ খুনের বিচার চাই।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আসামি রাসেলের বিরুদ্ধে থানায় মাদকসহ ৪টি মামলা রয়েছে। নিহতের বিরুদ্ধে রয়েছে দুটি মামলা। স্থানীয় ও স্বজনেরা টাকার দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।’

চট্টগ্রামের আনোয়ারায় মাদকের টাকার দ্বন্দ্বে ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামের এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে। গত সোমবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ইউসুফ আলী মাস্টারের বাড়ির সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মানিক। নিহত মানিক একই এলাকার মো. ছৈয়দের পুত্র। তাঁর সংসারে স্ত্রী ও এক কন্যা রয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে আনোয়ারা থানায় একই এলাকার মৃত আবু নাসের কন্ট্রাক্টরের ছেলে মো. রাসেলকে (৩৬) প্রধান আসামি ও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই মোহাম্মদ বাবু প্রকাশ বাবুল।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার মাদক কারবারি রাসেল ও মানিকের সঙ্গে মাদক কারবার টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল দীর্ঘদিন ধরে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাসেল ও তার এক সহযোগীর সঙ্গে মানিকের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে রাসেল ও তাঁর সহযোগীরা মানিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা মানিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের স্বজনেরা বলেন, ‘মা, স্ত্রী সন্তানের সঙ্গে ইফতার করে ঘরে বিশ্রাম নিচ্ছিল মানিক। কেউ একজন ফোন করে ঘর থেকে তাকে বাইরে নিয়ে যায়। পরে একটা ফোন আসে, ফোনে বলে মানিককে হত্যা করা হয়েছে, মেডিকেলে আছে। এটা শোনার পরে আমরা মেডিকেলে ছুটে যাই এবং তাঁর লাশ দেখতে পাই। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানাচ্ছি।’
এদিকে ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা রোকেয়া বেগম (৬০)। তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে ঘর থেকে ডেকে নিয়ে আমার ছেলেকে তারা খুন করেছে। আমি এ খুনের বিচার চাই।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আসামি রাসেলের বিরুদ্ধে থানায় মাদকসহ ৪টি মামলা রয়েছে। নিহতের বিরুদ্ধে রয়েছে দুটি মামলা। স্থানীয় ও স্বজনেরা টাকার দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে