চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদরে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর খালাতো ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুগি গ্রামের পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মো. ইউসুফ পাটওয়ারী (৪০)। তিনি চাঁদপুর শহরের হকার্স মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী। হামলায় গুরুতর আহত হয়েছেন ইউসুফের ভাই ইব্রাহীম পাটওয়ারী (৫৫)। তাঁরা পাটওয়ারী বাড়ির মৃত কলিম উল্লাহ পাটওয়ারীর ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। তাঁরা হলেন ইউসুফের খালাতো ভাই মহিউদ্দিন প্রধানিয়া, তাঁর স্ত্রী খোদেজা বেগম ও ছেলে রমজান।
ইউসুফের শাশুড়ি রোকেয়া বেগম বলেন, ‘অভিযুক্তরা ইউসুফদের কাছে ২ শতাংশ সম্পত্তি দাবি করে আসছে। কিন্তু তারা কোনো সম্পত্তি পাবে না। এসব বহুবার সমাধানের চেষ্টা হয়েছে, তারা মানে না। শেষ পর্যন্ত তারা ইউসুফকে কুপিয়ে হত্যা করল।’
স্থানীয় বাসিন্দা রাশেদ গাজী জানান, প্রথমে ইব্রাহীমের ওপর হামলা চালান অভিযুক্তরা। তাঁর চিৎকার শুনে ছোট ভাই ইউসুফ এগিয়ে গেলে তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে তাঁকে চাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মৃত্যুবরণ করে। আর ইব্রাহীমকে হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত মহিউদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের ঘর ঘেরাও দিয়ে পুলিশে ধরিয়ে দেয়।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।’

চাঁদপুর সদরে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর খালাতো ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুগি গ্রামের পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মো. ইউসুফ পাটওয়ারী (৪০)। তিনি চাঁদপুর শহরের হকার্স মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী। হামলায় গুরুতর আহত হয়েছেন ইউসুফের ভাই ইব্রাহীম পাটওয়ারী (৫৫)। তাঁরা পাটওয়ারী বাড়ির মৃত কলিম উল্লাহ পাটওয়ারীর ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। তাঁরা হলেন ইউসুফের খালাতো ভাই মহিউদ্দিন প্রধানিয়া, তাঁর স্ত্রী খোদেজা বেগম ও ছেলে রমজান।
ইউসুফের শাশুড়ি রোকেয়া বেগম বলেন, ‘অভিযুক্তরা ইউসুফদের কাছে ২ শতাংশ সম্পত্তি দাবি করে আসছে। কিন্তু তারা কোনো সম্পত্তি পাবে না। এসব বহুবার সমাধানের চেষ্টা হয়েছে, তারা মানে না। শেষ পর্যন্ত তারা ইউসুফকে কুপিয়ে হত্যা করল।’
স্থানীয় বাসিন্দা রাশেদ গাজী জানান, প্রথমে ইব্রাহীমের ওপর হামলা চালান অভিযুক্তরা। তাঁর চিৎকার শুনে ছোট ভাই ইউসুফ এগিয়ে গেলে তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে তাঁকে চাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মৃত্যুবরণ করে। আর ইব্রাহীমকে হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত মহিউদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের ঘর ঘেরাও দিয়ে পুলিশে ধরিয়ে দেয়।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।’

গাইবান্ধা সদর উপজেলায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই বোন হলো রঘুনাথপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ফিহামনি (১১) ও জান্নাতি খাতুন (২)।
৯ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার ফাঁসিতলা বাজারের ব্র্যাক অফিসের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৬ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৬ ঘণ্টা আগে