ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ১৩ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তবে হাওরবেষ্টিত আর দাঙ্গাপ্রবণ এলাকাগুলো প্রশাসনের বিশেষ নজরধারীতে রয়েছে। কোনো রকম গ্রামীণ সংঘর্ষ যাতে না ঘটে, তার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
জানা যায়, জেলার ১৩ ইউনিয়নে রয়েছে ১১৭টি ওয়ার্ড। আর ভোটকেন্দ্র আছে ১২৫টি। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ৯৮টি ভোটকেন্দ্র এবং ২৭টি সাধারণ ভোটকেন্দ্র। উপজেলাটিতে ১৩ ইউনিয়নে ভোটার রয়েছেন ২ লাখ ২৭ হাজার ২৬৫ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র একজন।
ভোটের সময় প্রতিটি ইউনিয়নে পুলিশের একটি করে মোবাইল টিম ও স্ট্রাইকিং থাকবে। পাশাপাশি ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট,১ ’শত বিজিবি সদস্য, ৪০ জন র্যাব অফিসার ও সদস্য, পুলিশ অফিসার ও সদস্য ৮১৬ জন, ব্যাটালিয়ন আনসার ও অঙ্গীভূত আনসার সদস্য মিলে ২ হাজার ১২৫ জন। এ ছাড়াও সাদা পোশাকে পুলিশের একাধিক টিম থাকবে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, নাসিরনগরে ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এলাকাগুলোতে নিরাপত্তার জন্য জন্য রয়েছে প্রশাসনের লোকজন।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, নির্বাচন চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা প্রয়োগ করা যাবে। নির্বাচনের দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্যদের সাংবাদিকসহ সকলের সঙ্গে পেশাদার আচরণ করতে হবে। কেউ যেন অপেশাদার আচরণ না করে এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে অনুরোধ করছি।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ১৩ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তবে হাওরবেষ্টিত আর দাঙ্গাপ্রবণ এলাকাগুলো প্রশাসনের বিশেষ নজরধারীতে রয়েছে। কোনো রকম গ্রামীণ সংঘর্ষ যাতে না ঘটে, তার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
জানা যায়, জেলার ১৩ ইউনিয়নে রয়েছে ১১৭টি ওয়ার্ড। আর ভোটকেন্দ্র আছে ১২৫টি। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ৯৮টি ভোটকেন্দ্র এবং ২৭টি সাধারণ ভোটকেন্দ্র। উপজেলাটিতে ১৩ ইউনিয়নে ভোটার রয়েছেন ২ লাখ ২৭ হাজার ২৬৫ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র একজন।
ভোটের সময় প্রতিটি ইউনিয়নে পুলিশের একটি করে মোবাইল টিম ও স্ট্রাইকিং থাকবে। পাশাপাশি ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট,১ ’শত বিজিবি সদস্য, ৪০ জন র্যাব অফিসার ও সদস্য, পুলিশ অফিসার ও সদস্য ৮১৬ জন, ব্যাটালিয়ন আনসার ও অঙ্গীভূত আনসার সদস্য মিলে ২ হাজার ১২৫ জন। এ ছাড়াও সাদা পোশাকে পুলিশের একাধিক টিম থাকবে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, নাসিরনগরে ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এলাকাগুলোতে নিরাপত্তার জন্য জন্য রয়েছে প্রশাসনের লোকজন।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, নির্বাচন চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা প্রয়োগ করা যাবে। নির্বাচনের দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্যদের সাংবাদিকসহ সকলের সঙ্গে পেশাদার আচরণ করতে হবে। কেউ যেন অপেশাদার আচরণ না করে এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে অনুরোধ করছি।

মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
টানা শৈত্যপ্রবাহের প্রভাবে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে বয়স্ক, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে।
৩১ মিনিট আগে
উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় পুকুরে ডুবে শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সেই ঝুঁকি কমানোর উদ্যোগ নিয়েছে এক শিক্ষার্থী। মো. তাহাসিন নামের ওই শিক্ষার্থী উদ্ভাবন করেছে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ নামের একটি বিশেষ যন্ত্র, যা পানিতে ডুবে গেলেই শিশুর অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাবে।
৩৬ মিনিট আগে
গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
১ ঘণ্টা আগে