পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যানের ব্যবসায়িক কার্যালয় এবং তাঁর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির (জেপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে। উপজেলায় আওয়ামী লীগ ও জেপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে পর এই ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১২ নেতা-কর্মী আহত হন। এ সময় গাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটে।
গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়।
নেতা-কর্মীরা জানান, ভান্ডারিয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও জেপির (মঞ্জু) মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার রাতে তেলিখালীতে একটি ইফতার পার্টি শেষে জেপির (মঞ্জু) দলীয় নেতা-কর্মীরা ভান্ডারিয়ায় ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি-ধাওয়া হয়। এর কিছু সময় পরে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) দলীয় নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের ব্যবসায়িক কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে একই ব্যক্তির তাঁর বাসভবনেও হামলা চালান।
এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। অভিযোগ উঠেছে, জেপির নেতা-কর্মীরা ছাত্রলীগের তিনটি মোটরসাইকেলে আগুন দেয় এবং এতে তাঁদের ১০ জন নেতা-কর্মী আহত হন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার বলেন, ‘তেলীখালী ইফতারিকে কেন্দ্র করে জেপির নেতা-কর্মীরা ছাত্রলীগের ওপরে চড়াও হয়। পরে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের বাসভবনে এবং অফিস কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেয় তাঁরা। অফিসে থাকা জাতির পিতা ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ভেঙে ফেলা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এদিকে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল দাবি করে বলেন, ‘গতকাল ইফতার অনুষ্ঠানে গেলে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং হামলায় আমাদের তিনজন নেতা-কর্মী আহত হয়।’
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মুকিত হাসান খান বলেন, ভান্ডারিয়ার তেলীখালী এলাকায় একটি ইফতার পার্টি শেষে স্থানীয় ছাত্রলীগ ও জেপি (মঞ্জু) গ্রুপের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও র্যাব মোতায়েন আছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ আছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
২ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৭ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে