নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মা ইলিশ রক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা এক মাস পেছানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে বরিশাল মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশন। আজ সোমবার দুপুর ১২টার দিকে মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুলুর নেতৃত্বে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল মহানগর আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ সহচর। গত এক দশক ধরে নগরের পোর্ট রোড মোকামে একক আধিপত্যের ব্যবসা করছেন। ভারতে ইলিশ রপ্তানিকারকদের মধ্যে শীর্ষ ব্যবসায়ীও এই টুটুল।
নিষেধাজ্ঞা এক মাস পিছিয়ে ১২ নভেম্বর থেকে শুরু করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে টুটুল বলেন, ভারতে ইলিশ রপ্তানি করা যাবে ৩০ অক্টোবর পর্যন্ত। অপরদিকে প্রজনন মৌসুমে প্রতি বছরের কর্মসূচি হিসেবে ১২ অক্টোবর থেকে ইলিশ নিধন ও পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে রপ্তানি বাণিজ্য ব্যাহত হবে।
তা ছাড়া এ বছর মিঠা পানির নদীতে ইলিশ মিলছে না, সাগর উত্তাল থাকায় জেলেরা ইলিশ নিধনে সাগরে যেতে পারছেন না। যে কারণে মৌসুমের শুরু থেকেই বাজারে ইলিশ সংকট চলছে। ২২ দিনের নিষেধাজ্ঞা না করে জাটকা রক্ষায় জোর দেওয়া দরকার বলে তিনি জানান।
মৎস্য ব্যবসায়ী টুটুল দাবি করেন, এ বছর বরিশাল থেকে ৪০ টন ইলিশ ভারতে রপ্তানি করেছেন। গত বছর রপ্তানি করা হয় ৩০০ টন।
জানতে চাইলে বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা বিমল চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, ‘মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা না দেওয়া হলে ইলিশের ডিম আসবে কোথা থেকে। জাটকাই বা কীভাবে সৃষ্টি হবে? এখানে সরকারের বিশেষজ্ঞ দল বহু গবেষণা করে দেখেছে নির্দিষ্ট এ সময়ে মা ইলিশ নিধন বন্ধ রাখলে ইলিশের উৎপাদন বৃদ্ধি হবে।’ তিনি বলেন, এ বছর ইলিশ কম পাওয়ায় নিষেধাজ্ঞার বিরোধিতা করা হচ্ছে।
এ প্রসঙ্গে জাতীয় মৎস্যজীবী সমিতির যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন মাতুব্বর আজকের পত্রিকাকে বলেন, গবেষকদের গবেষণা এবং জেলে সংগঠনসহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে মৎস্য অধিদপ্তর প্রতিবছর আশ্বিনে ইলিশ নিধনে ২২ দিনের নিষেধাজ্ঞা দিচ্ছে। কেউ এটার বিরোধিতা করলেও এর সঙ্গে জেলে সম্প্রদায়ের সম্পৃক্ততা নেই। সরকার এই নিষেধাজ্ঞা দিয়েছে, ব্যবসায়ীরা এটি না মানলে সরকারি কাজ বাধাগ্রস্ত হবে।
এ ব্যাপারে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্র নাথ রায় বলেছেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত। এটি পেছনের সুযোগ নেই। মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা অবশ্য প্রয়োজন। কারণ বিশেষজ্ঞরা গবেষণা করে এই সিদ্ধান্ত দিয়েছেন। এ ধরনের দাবির কোনো প্রভাব মৎস্য অধিদপ্তরের মা ইলিশ রক্ষার অভিযানে পড়বে না।
এদিকে আজ সোমবার দুপুরে মা ইলিশ রক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশালে টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা হয়েছে। জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় প্রশাসনসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে ২২ দিন ইলিশ সংরক্ষণ অভিযানে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। দুষ্কৃতকারীরা যাতে ওই সময়ে মা ইলিশ আহরণ করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মা ইলিশ রক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা এক মাস পেছানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে বরিশাল মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশন। আজ সোমবার দুপুর ১২টার দিকে মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুলুর নেতৃত্বে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল মহানগর আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ সহচর। গত এক দশক ধরে নগরের পোর্ট রোড মোকামে একক আধিপত্যের ব্যবসা করছেন। ভারতে ইলিশ রপ্তানিকারকদের মধ্যে শীর্ষ ব্যবসায়ীও এই টুটুল।
নিষেধাজ্ঞা এক মাস পিছিয়ে ১২ নভেম্বর থেকে শুরু করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে টুটুল বলেন, ভারতে ইলিশ রপ্তানি করা যাবে ৩০ অক্টোবর পর্যন্ত। অপরদিকে প্রজনন মৌসুমে প্রতি বছরের কর্মসূচি হিসেবে ১২ অক্টোবর থেকে ইলিশ নিধন ও পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে রপ্তানি বাণিজ্য ব্যাহত হবে।
তা ছাড়া এ বছর মিঠা পানির নদীতে ইলিশ মিলছে না, সাগর উত্তাল থাকায় জেলেরা ইলিশ নিধনে সাগরে যেতে পারছেন না। যে কারণে মৌসুমের শুরু থেকেই বাজারে ইলিশ সংকট চলছে। ২২ দিনের নিষেধাজ্ঞা না করে জাটকা রক্ষায় জোর দেওয়া দরকার বলে তিনি জানান।
মৎস্য ব্যবসায়ী টুটুল দাবি করেন, এ বছর বরিশাল থেকে ৪০ টন ইলিশ ভারতে রপ্তানি করেছেন। গত বছর রপ্তানি করা হয় ৩০০ টন।
জানতে চাইলে বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা বিমল চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, ‘মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা না দেওয়া হলে ইলিশের ডিম আসবে কোথা থেকে। জাটকাই বা কীভাবে সৃষ্টি হবে? এখানে সরকারের বিশেষজ্ঞ দল বহু গবেষণা করে দেখেছে নির্দিষ্ট এ সময়ে মা ইলিশ নিধন বন্ধ রাখলে ইলিশের উৎপাদন বৃদ্ধি হবে।’ তিনি বলেন, এ বছর ইলিশ কম পাওয়ায় নিষেধাজ্ঞার বিরোধিতা করা হচ্ছে।
এ প্রসঙ্গে জাতীয় মৎস্যজীবী সমিতির যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন মাতুব্বর আজকের পত্রিকাকে বলেন, গবেষকদের গবেষণা এবং জেলে সংগঠনসহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে মৎস্য অধিদপ্তর প্রতিবছর আশ্বিনে ইলিশ নিধনে ২২ দিনের নিষেধাজ্ঞা দিচ্ছে। কেউ এটার বিরোধিতা করলেও এর সঙ্গে জেলে সম্প্রদায়ের সম্পৃক্ততা নেই। সরকার এই নিষেধাজ্ঞা দিয়েছে, ব্যবসায়ীরা এটি না মানলে সরকারি কাজ বাধাগ্রস্ত হবে।
এ ব্যাপারে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্র নাথ রায় বলেছেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত। এটি পেছনের সুযোগ নেই। মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা অবশ্য প্রয়োজন। কারণ বিশেষজ্ঞরা গবেষণা করে এই সিদ্ধান্ত দিয়েছেন। এ ধরনের দাবির কোনো প্রভাব মৎস্য অধিদপ্তরের মা ইলিশ রক্ষার অভিযানে পড়বে না।
এদিকে আজ সোমবার দুপুরে মা ইলিশ রক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশালে টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা হয়েছে। জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় প্রশাসনসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে ২২ দিন ইলিশ সংরক্ষণ অভিযানে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। দুষ্কৃতকারীরা যাতে ওই সময়ে মা ইলিশ আহরণ করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১৫ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৩৩ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে