নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাবুগঞ্জে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪৪ নম্বর ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি কক্ষে আগুন দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গেলে শিক্ষকেরা বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় ওই দুই কক্ষে থাকা বেশ কিছু কাগজপত্র, জানালার পর্দা ও কিছু ফেস্টুন পুড়ে গেছে।
বিমানবন্দর থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বিদ্যালয়টির ভোট কেন্দ্রের দুটি কক্ষের জানালা ভেঙে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বলেন, ‘সকালে বিদ্যালয় খুলে আমরা দেখতে পাই শিক্ষক মিলনায়তন কক্ষের মধ্যে আগুন দেওয়া হয়েছে। পাশের টিনশেড ভবনের একটি কক্ষেও আগুন দেওয়া হয়েছে। কক্ষের ভেতর কিছু কাগজপত্র পুড়ে গেছে এবং জানালার পর্দা ও কিছু ফেস্টুন পুড়েছে।’
চাদপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আদম আলী বলেন, ‘৪৪ নম্বর ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে কে বা কারা আগুন লাগিয়েছে। সকালে গিয়ে দেখতে পাই বিদ্যালয়ের দুটি কক্ষের কাগজপত্র এবং আসবাব পুড়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা বর্তমানে এসে কেন্দ্রটি পাহারা দিচ্ছে।’
এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা রহমান বলেন, ‘চাদপাশা ইউনিয়নের একটি কেন্দ্রে রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বিষয়টি জানতে পেরে সকালে পুলিশ পাঠিয়েছি। বিদ্যালয়টির লাইব্রেরির কিছু কাগজপত্র পুড়েছে। জানালা ভেঙে আগুন দেওয়ার কারণে জানালার পর্দা পুড়ে গেছে এবং কিছু ফেস্টুন পুড়েছে।’

বরিশালের বাবুগঞ্জে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪৪ নম্বর ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি কক্ষে আগুন দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গেলে শিক্ষকেরা বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় ওই দুই কক্ষে থাকা বেশ কিছু কাগজপত্র, জানালার পর্দা ও কিছু ফেস্টুন পুড়ে গেছে।
বিমানবন্দর থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বিদ্যালয়টির ভোট কেন্দ্রের দুটি কক্ষের জানালা ভেঙে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বলেন, ‘সকালে বিদ্যালয় খুলে আমরা দেখতে পাই শিক্ষক মিলনায়তন কক্ষের মধ্যে আগুন দেওয়া হয়েছে। পাশের টিনশেড ভবনের একটি কক্ষেও আগুন দেওয়া হয়েছে। কক্ষের ভেতর কিছু কাগজপত্র পুড়ে গেছে এবং জানালার পর্দা ও কিছু ফেস্টুন পুড়েছে।’
চাদপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আদম আলী বলেন, ‘৪৪ নম্বর ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে কে বা কারা আগুন লাগিয়েছে। সকালে গিয়ে দেখতে পাই বিদ্যালয়ের দুটি কক্ষের কাগজপত্র এবং আসবাব পুড়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা বর্তমানে এসে কেন্দ্রটি পাহারা দিচ্ছে।’
এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা রহমান বলেন, ‘চাদপাশা ইউনিয়নের একটি কেন্দ্রে রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বিষয়টি জানতে পেরে সকালে পুলিশ পাঠিয়েছি। বিদ্যালয়টির লাইব্রেরির কিছু কাগজপত্র পুড়েছে। জানালা ভেঙে আগুন দেওয়ার কারণে জানালার পর্দা পুড়ে গেছে এবং কিছু ফেস্টুন পুড়েছে।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৩ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৪ ঘণ্টা আগে