
বরিশাল উত্তর জেলা বিএনপির আওতাধীন মুলাদী, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন নিয়ে অভিযোগের তদন্তকাজ শুরু হয়েছে। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল আলীমকে নিয়ে কেন্দ্র গঠিত তদন্ত কমিটি গতকাল শনিবার এ কার্যক্রম শুরু করে। কমিটি গতকাল বরিশাল নগর বিএনপি কার্যালয়ে ৪০ জন অভিযোগকারীর সাক্ষ্য নেয়।
গত ১২ ফেব্রুয়ারি ওই তিন উপজেলার কমিটি গঠনের পর নানা অভিযোগ উঠলে স্থানীয়ভাবে দলে অস্থিরতা দেখা দেয়। নবগঠিত আহ্বায়ক কমিটিতে দলছুট, দলীয় কার্যক্রমে অনিয়মিত এবং ঢাকায় অবস্থানকারীদের দলে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার অভিযোগ করা হয়। এ বিষয়ে দলের মহাসচিব বরাবর লিখিত অভিযোগ দেন পদবঞ্চিতরা। বেশি অভিযোগ ওঠে মুলাদীতে।
বঞ্চিত নেতাদের দেওয়া তথ্যমতে, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ ২০০৮ সালের নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে কাজ করেছেন। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে তিনি ছিলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে।
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ন তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচিতে নিয়মিত অংশ নেন। ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক সিহাবউদ্দিন জাতীয় পার্টির সঙ্গে যুক্ত। যুবলীগের সঙ্গে জড়িত থাকায় মহিলা দল থেকে অনেক আগে বহিষ্কৃত শায়লা শারমিন মিতু হয়েছেন ১১ নম্বর যুগ্ম আহ্বায়ক। ঢাকা ওয়াসার চাকরিজীবী মো. মাইনউদ্দিন পেয়েছেন ৫০ নম্বর সদস্য পদ।
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার খান এ বিষয়ে বলেন, গতকাল তদন্ত কমিটি মুলাদী উপজেলার ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪০ জনের সাক্ষ্য নিয়েছেন। শিগগিরই তাঁরা কেন্দ্রীয় কমিটির কাছে প্রতিবেদন দেবেন।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে