নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল উত্তর জেলা বিএনপির আওতাধীন মুলাদী, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন নিয়ে অভিযোগের তদন্তকাজ শুরু হয়েছে। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল আলীমকে নিয়ে কেন্দ্র গঠিত তদন্ত কমিটি গতকাল শনিবার এ কার্যক্রম শুরু করে। কমিটি গতকাল বরিশাল নগর বিএনপি কার্যালয়ে ৪০ জন অভিযোগকারীর সাক্ষ্য নেয়।
গত ১২ ফেব্রুয়ারি ওই তিন উপজেলার কমিটি গঠনের পর নানা অভিযোগ উঠলে স্থানীয়ভাবে দলে অস্থিরতা দেখা দেয়। নবগঠিত আহ্বায়ক কমিটিতে দলছুট, দলীয় কার্যক্রমে অনিয়মিত এবং ঢাকায় অবস্থানকারীদের দলে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার অভিযোগ করা হয়। এ বিষয়ে দলের মহাসচিব বরাবর লিখিত অভিযোগ দেন পদবঞ্চিতরা। বেশি অভিযোগ ওঠে মুলাদীতে।
বঞ্চিত নেতাদের দেওয়া তথ্যমতে, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ ২০০৮ সালের নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে কাজ করেছেন। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে তিনি ছিলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে।
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ন তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচিতে নিয়মিত অংশ নেন। ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক সিহাবউদ্দিন জাতীয় পার্টির সঙ্গে যুক্ত। যুবলীগের সঙ্গে জড়িত থাকায় মহিলা দল থেকে অনেক আগে বহিষ্কৃত শায়লা শারমিন মিতু হয়েছেন ১১ নম্বর যুগ্ম আহ্বায়ক। ঢাকা ওয়াসার চাকরিজীবী মো. মাইনউদ্দিন পেয়েছেন ৫০ নম্বর সদস্য পদ।
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার খান এ বিষয়ে বলেন, গতকাল তদন্ত কমিটি মুলাদী উপজেলার ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪০ জনের সাক্ষ্য নিয়েছেন। শিগগিরই তাঁরা কেন্দ্রীয় কমিটির কাছে প্রতিবেদন দেবেন।

বরিশাল উত্তর জেলা বিএনপির আওতাধীন মুলাদী, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন নিয়ে অভিযোগের তদন্তকাজ শুরু হয়েছে। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল আলীমকে নিয়ে কেন্দ্র গঠিত তদন্ত কমিটি গতকাল শনিবার এ কার্যক্রম শুরু করে। কমিটি গতকাল বরিশাল নগর বিএনপি কার্যালয়ে ৪০ জন অভিযোগকারীর সাক্ষ্য নেয়।
গত ১২ ফেব্রুয়ারি ওই তিন উপজেলার কমিটি গঠনের পর নানা অভিযোগ উঠলে স্থানীয়ভাবে দলে অস্থিরতা দেখা দেয়। নবগঠিত আহ্বায়ক কমিটিতে দলছুট, দলীয় কার্যক্রমে অনিয়মিত এবং ঢাকায় অবস্থানকারীদের দলে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার অভিযোগ করা হয়। এ বিষয়ে দলের মহাসচিব বরাবর লিখিত অভিযোগ দেন পদবঞ্চিতরা। বেশি অভিযোগ ওঠে মুলাদীতে।
বঞ্চিত নেতাদের দেওয়া তথ্যমতে, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ ২০০৮ সালের নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে কাজ করেছেন। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে তিনি ছিলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে।
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ন তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচিতে নিয়মিত অংশ নেন। ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক সিহাবউদ্দিন জাতীয় পার্টির সঙ্গে যুক্ত। যুবলীগের সঙ্গে জড়িত থাকায় মহিলা দল থেকে অনেক আগে বহিষ্কৃত শায়লা শারমিন মিতু হয়েছেন ১১ নম্বর যুগ্ম আহ্বায়ক। ঢাকা ওয়াসার চাকরিজীবী মো. মাইনউদ্দিন পেয়েছেন ৫০ নম্বর সদস্য পদ।
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার খান এ বিষয়ে বলেন, গতকাল তদন্ত কমিটি মুলাদী উপজেলার ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪০ জনের সাক্ষ্য নিয়েছেন। শিগগিরই তাঁরা কেন্দ্রীয় কমিটির কাছে প্রতিবেদন দেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে