বরগুনার আমতলীতে প্রতিবন্ধী চন্দ্রবান বিবির মৃত্যুর দুই বছর পরেও তাঁর নামে বরাদ্দ ভাতা তোলার অভিযোগ উঠেছে হাফিজা নামের এক নারীর বিরুদ্ধে। ওই ভাতা তোলার বিষয়টি চন্দ্রবানের স্বজনেরা জানেন না। তাঁরা বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জানা গেছে, ২০২০ সালে আমতলী উপজেলা সমাজসেবা অফিস থেকে উপজেলার চলাভাঙ্গা গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন চৌকিদারের প্রতিবন্ধী মেয়ে চন্দ্রবান বিবির নামে ভাতা বরাদ্দ হয়। ছয় মাস ভাতা তোলার পর ওই বছর জুন মাসে চন্দ্রবান মারা যান।
চন্দ্রবানের ভাতিজা সোহেল চৌকিদারের দাবি, তাঁর ফুফুর মৃত্যুর পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিবুর রহমান চৌকিদারের কাছে চন্দ্রবানের ভাতার বই জমা দেন। ইউপি সদস্য হাবিবুরের দাবি প্রতিবন্ধীর ভাতার বই এবং মৃত্যু তালিকা উপজেলা সমাজসেবা অফিসে জমা দেন। কিন্তু উপজেলা সমাজসেবা অফিস তাঁর ভাতা বন্ধ করেনি। দুই বছর ধরে হাফিজা নামের এক নারী বিকাশে নম্বরে ওই ভাতার টাকা তুলে নিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, হাফিজার বাড়ি কলাপাড়া পৌর শহরের মঙ্গলসুখ এলাকায়। ভাতা উত্তোলনের বিষয়ে হাফিজা বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার বিকাশ নম্বরে টাকা আসে। ওই টাকা আমি তুলি।’
ইউপি সদস্য হাবিবুর রহমান চৌকিদার বলেন, ‘প্রতিবন্ধী চন্দ্রবান বিবির মৃত্যুতালিকা সমাজসেবা অফিসে জমা দিয়েছি। তাঁরা ভাতা বন্ধ করছেন কিনা আমি জানি না।’
আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কাওসার বলেন, ‘প্রতিবন্ধীর মৃত্যুর বিষয়টি ইউনিয়ন পরিষদ অবহিত করেনি। গত ২৩ মে ওই প্রতিবন্ধীর ভাতা একটি বিকাশ নম্বরে ছাড় দেওয়া হয়েছে। ওই ভাতা সেই নম্বর থেকে তোলা হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে কুমিল্লা এলাকা পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সেনাপ্রধান হেলিকপ্টারে করে কুমিল্লার ধীরেন্দ্রনাথ...
৩ মিনিট আগে
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
১১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৮ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
২১ মিনিট আগে