নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন।
কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে চর দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ এনেছেন।
লাবু পদত্যাগপত্রে বলেন, বর্তমান কমিটির নেতারা মেহেন্দীগঞ্জে বিএনপির কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করায় তিনি পদত্যাগ করেছেন। এ ছাড়া খোলা চিঠিতে উল্লেখ করেন, কমিটির নেতারা অসাংগঠনিক আচরণ ও দলের ভাবমূর্তি নষ্ট করছেন। তাঁরা অনবরত চর দখল ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চাঁদাবাজি, টেন্ডারবাজি চালিয়ে মেহেন্দীগঞ্জকে লুটপাটতন্ত্রের আখড়ায় পরিণত করেছেন। এসব জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এমন ঘৃণিত কাজের দায়ভার নিতে তিনি ব্যক্তিগতভাবে অপারগ। তাই বর্তমান কমিটির ১ নম্বর সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে একই অভিযোগ তোলে কমিটির যুগ্ম আহ্বায়ক মো. গোলাম ওয়াহীদ হারুন পদত্যাগ করেন।
জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক দিপেন জমাদ্দার বলেন, ‘শুনেছি লাবু ভাই পদত্যাগ করেছেন। তিনি আমাদের কর্মসূচিতে আসেন না, এ কমিটি মানতেনও না। গ্রুপিংয়ের কারণে তাঁরা পদত্যাগ করেছেন। অভিযোগের ভিত্তি নেই। তাঁদের অভিযোগের ভিত্তিতে একাধিকবার তদন্ত করেও প্রমাণ মেলেনি।’
এ প্রসঙ্গে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেজবাউদ্দিন ফরহাদ বলেন, ‘এ কমিটি থেকে এর আগে ওয়াহীদ হারুন পদত্যাগ করেছেন। চাঁদাবাজির কারণে তাঁরা পদত্যাগ করেছেন। বিএনপির রাজনীতি মেহেন্দীগঞ্জে নেই। সেখানে কেবল চাঁদাবাজি চলে।’
যোগাযোগ করা হলে বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহিদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘লাবু পদত্যাগের বিষয়ে আমার সঙ্গে আলাপ করছিলেন। কমিটিটাই বিতর্কিত। এর আগে যুগ্ম আহ্বায়ক ওয়াহীদ হারুন পদত্যাগ করেন। এ নিয়ে পাঁচ সদস্যের দুজন পদত্যাগ করায় কমিটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা শিগগির মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি পুনর্গঠন করব।’
মেহেন্দীগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজি প্রসঙ্গে দেওয়ান শহিদুল্লাহ বলেন, এর আগে এসব নিয়ে তদন্ত হয়েছে। কিন্তু যাঁরা ভিকটিম, তাঁরা সামনে এসে বলতে সাহস পান না।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন।
কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে চর দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ এনেছেন।
লাবু পদত্যাগপত্রে বলেন, বর্তমান কমিটির নেতারা মেহেন্দীগঞ্জে বিএনপির কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করায় তিনি পদত্যাগ করেছেন। এ ছাড়া খোলা চিঠিতে উল্লেখ করেন, কমিটির নেতারা অসাংগঠনিক আচরণ ও দলের ভাবমূর্তি নষ্ট করছেন। তাঁরা অনবরত চর দখল ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চাঁদাবাজি, টেন্ডারবাজি চালিয়ে মেহেন্দীগঞ্জকে লুটপাটতন্ত্রের আখড়ায় পরিণত করেছেন। এসব জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এমন ঘৃণিত কাজের দায়ভার নিতে তিনি ব্যক্তিগতভাবে অপারগ। তাই বর্তমান কমিটির ১ নম্বর সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে একই অভিযোগ তোলে কমিটির যুগ্ম আহ্বায়ক মো. গোলাম ওয়াহীদ হারুন পদত্যাগ করেন।
জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক দিপেন জমাদ্দার বলেন, ‘শুনেছি লাবু ভাই পদত্যাগ করেছেন। তিনি আমাদের কর্মসূচিতে আসেন না, এ কমিটি মানতেনও না। গ্রুপিংয়ের কারণে তাঁরা পদত্যাগ করেছেন। অভিযোগের ভিত্তি নেই। তাঁদের অভিযোগের ভিত্তিতে একাধিকবার তদন্ত করেও প্রমাণ মেলেনি।’
এ প্রসঙ্গে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেজবাউদ্দিন ফরহাদ বলেন, ‘এ কমিটি থেকে এর আগে ওয়াহীদ হারুন পদত্যাগ করেছেন। চাঁদাবাজির কারণে তাঁরা পদত্যাগ করেছেন। বিএনপির রাজনীতি মেহেন্দীগঞ্জে নেই। সেখানে কেবল চাঁদাবাজি চলে।’
যোগাযোগ করা হলে বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহিদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘লাবু পদত্যাগের বিষয়ে আমার সঙ্গে আলাপ করছিলেন। কমিটিটাই বিতর্কিত। এর আগে যুগ্ম আহ্বায়ক ওয়াহীদ হারুন পদত্যাগ করেন। এ নিয়ে পাঁচ সদস্যের দুজন পদত্যাগ করায় কমিটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা শিগগির মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি পুনর্গঠন করব।’
মেহেন্দীগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজি প্রসঙ্গে দেওয়ান শহিদুল্লাহ বলেন, এর আগে এসব নিয়ে তদন্ত হয়েছে। কিন্তু যাঁরা ভিকটিম, তাঁরা সামনে এসে বলতে সাহস পান না।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে