
বরিশালের গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেনের (৩৮) বাড়িতে শনিবার রাতে ছাত্রলীগ-যুবলীগের নেতা কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁর স্ত্রী ও শিশুকন্যাসহ চার স্বজন আহত হন। আহত যুবদল নেতাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে উপজেলার চন্দ্রহার গ্রামের এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন ওরফে বাচ্চু শিকদার (৩৮) অভিযোগ করে বলেন, ‘শনিবার রাত পৌনে ৮টার দিকে আমার আড়াই বছরের শিশুকন্যা জুবাইদাকে কোলে নিয়ে নিজের বসতঘরে পায়চারি করছিলাম। এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়ার (৩০) নেতৃত্বে ১৫-২০টি মোটরসাইকেলযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪০-৪৫ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র, জিআই পাইপ, লোহার পাইপ, হাতুড়ি, হকিস্টিক নিয়ে আকস্মিক ঘরে প্রবেশ করে আমার ওপর হামলা চালায়।
যুবদল নেতার স্ত্রী মনি আক্তার অভিযোগ করে বলেন, ‘স্বামীকে রক্ষায় এগিয়ে গেলে আমাকেও লাঞ্ছিত করে।’
আহত যুবদল নেতা জাকিরের চাচা ও গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আবুল কালাম শিকদার (৫৮) অভিযোগ করে বলেন, ‘আমি ও জাকিরের বড় ভাই উপজেলা যুবদলের সদস্য মো. চুন্নু শিকদার (৪৫) জাকিরকে রক্ষায় এগিয়ে গেলে সন্ত্রাসীরা আমাদের দুজনকে পিটিয়ে আহত করেছে। আহত যুবদল নেতা জাকির হোসেনকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
অন্যদিকে বাটাজোর ইউনিয়ন যুবদলের সহসম্পাদক দুলাল হোসেন সরদার (৪০) অভিযোগ করে বলেন, আগের দিন বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার ওরফে হাত কাটা কালুর নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ ২৫-৩০ জন সন্ত্রাসী আমার চন্দ্রহার গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আমাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। মাদকের একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জুনিয়ররা তাকে কয়েকটা চড়-থাপ্পড় দিয়েছে। আমি তাকে হামলা থেকে রক্ষা করে ভ্যান যোগে নিরাপদে সরিয়ে দিয়েছি।’
জানতে চাইলে গৌরনদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের হামলা সম্পর্কে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে