গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেনের (৩৮) বাড়িতে শনিবার রাতে ছাত্রলীগ-যুবলীগের নেতা কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁর স্ত্রী ও শিশুকন্যাসহ চার স্বজন আহত হন। আহত যুবদল নেতাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে উপজেলার চন্দ্রহার গ্রামের এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন ওরফে বাচ্চু শিকদার (৩৮) অভিযোগ করে বলেন, ‘শনিবার রাত পৌনে ৮টার দিকে আমার আড়াই বছরের শিশুকন্যা জুবাইদাকে কোলে নিয়ে নিজের বসতঘরে পায়চারি করছিলাম। এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়ার (৩০) নেতৃত্বে ১৫-২০টি মোটরসাইকেলযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪০-৪৫ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র, জিআই পাইপ, লোহার পাইপ, হাতুড়ি, হকিস্টিক নিয়ে আকস্মিক ঘরে প্রবেশ করে আমার ওপর হামলা চালায়।
যুবদল নেতার স্ত্রী মনি আক্তার অভিযোগ করে বলেন, ‘স্বামীকে রক্ষায় এগিয়ে গেলে আমাকেও লাঞ্ছিত করে।’
আহত যুবদল নেতা জাকিরের চাচা ও গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আবুল কালাম শিকদার (৫৮) অভিযোগ করে বলেন, ‘আমি ও জাকিরের বড় ভাই উপজেলা যুবদলের সদস্য মো. চুন্নু শিকদার (৪৫) জাকিরকে রক্ষায় এগিয়ে গেলে সন্ত্রাসীরা আমাদের দুজনকে পিটিয়ে আহত করেছে। আহত যুবদল নেতা জাকির হোসেনকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
অন্যদিকে বাটাজোর ইউনিয়ন যুবদলের সহসম্পাদক দুলাল হোসেন সরদার (৪০) অভিযোগ করে বলেন, আগের দিন বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার ওরফে হাত কাটা কালুর নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ ২৫-৩০ জন সন্ত্রাসী আমার চন্দ্রহার গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আমাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। মাদকের একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জুনিয়ররা তাকে কয়েকটা চড়-থাপ্পড় দিয়েছে। আমি তাকে হামলা থেকে রক্ষা করে ভ্যান যোগে নিরাপদে সরিয়ে দিয়েছি।’
জানতে চাইলে গৌরনদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের হামলা সম্পর্কে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেনের (৩৮) বাড়িতে শনিবার রাতে ছাত্রলীগ-যুবলীগের নেতা কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁর স্ত্রী ও শিশুকন্যাসহ চার স্বজন আহত হন। আহত যুবদল নেতাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে উপজেলার চন্দ্রহার গ্রামের এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন ওরফে বাচ্চু শিকদার (৩৮) অভিযোগ করে বলেন, ‘শনিবার রাত পৌনে ৮টার দিকে আমার আড়াই বছরের শিশুকন্যা জুবাইদাকে কোলে নিয়ে নিজের বসতঘরে পায়চারি করছিলাম। এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়ার (৩০) নেতৃত্বে ১৫-২০টি মোটরসাইকেলযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪০-৪৫ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র, জিআই পাইপ, লোহার পাইপ, হাতুড়ি, হকিস্টিক নিয়ে আকস্মিক ঘরে প্রবেশ করে আমার ওপর হামলা চালায়।
যুবদল নেতার স্ত্রী মনি আক্তার অভিযোগ করে বলেন, ‘স্বামীকে রক্ষায় এগিয়ে গেলে আমাকেও লাঞ্ছিত করে।’
আহত যুবদল নেতা জাকিরের চাচা ও গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আবুল কালাম শিকদার (৫৮) অভিযোগ করে বলেন, ‘আমি ও জাকিরের বড় ভাই উপজেলা যুবদলের সদস্য মো. চুন্নু শিকদার (৪৫) জাকিরকে রক্ষায় এগিয়ে গেলে সন্ত্রাসীরা আমাদের দুজনকে পিটিয়ে আহত করেছে। আহত যুবদল নেতা জাকির হোসেনকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
অন্যদিকে বাটাজোর ইউনিয়ন যুবদলের সহসম্পাদক দুলাল হোসেন সরদার (৪০) অভিযোগ করে বলেন, আগের দিন বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার ওরফে হাত কাটা কালুর নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ ২৫-৩০ জন সন্ত্রাসী আমার চন্দ্রহার গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আমাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। মাদকের একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জুনিয়ররা তাকে কয়েকটা চড়-থাপ্পড় দিয়েছে। আমি তাকে হামলা থেকে রক্ষা করে ভ্যান যোগে নিরাপদে সরিয়ে দিয়েছি।’
জানতে চাইলে গৌরনদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের হামলা সম্পর্কে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রায় ৯০ বছর বয়সী এই অসহায় বৃদ্ধা বসবাস করেন নেছারাবাদ উপজেলার কামারকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। কামারকাঠি গ্রামের সন্ধ্যা নদীর পাড়ঘেঁষা একটি ছোট, জীর্ণ ঘরই তাঁর একমাত্র আশ্রয়। নদীর তীরবর্তী হওয়ায় বৃষ্টি ও বন্যার দিনে দুর্ভোগ যেন আরও বেড়ে যায়। জীবনের শেষ বয়সে তাঁর ভরসা বলতে একমাত্র ছেলে।
১ ঘণ্টা আগে
ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৭ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৭ ঘণ্টা আগে