নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের মনোনয়নপত্র অনেকটা আগেই জমা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবের মধ্যেও আজ রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তাঁর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির নেতারা রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের কাছে এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নৌকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট আফজালুল করিম বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের মনোনয়নপত্র জমাদানের গুঞ্জন ছিল ১৬ মে। সাধারণত প্রতিবার প্রার্থী নিজে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু আজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় খোকন কিংবা তাঁর অনুসারী নেতা-কর্মীদের কোনো ভিড় দেখা যায়নি।
আফজালুল করিম বলেন, ‘মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বিজয়ী হলে নগরবাসীর যে ভবনের প্ল্যান করার সমস্যা, ট্যাক্স সমস্যা ছিল তা দূর করা হবে। সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকতে পারেন তার নিশ্চয়তা দেওয়া হবে।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বিপুল ভোটে বিজয়ী হবেন খোকন সেরনিয়াবাত।’ এক প্রশ্নের জবাবে আফজালুল করিম বলেন, ‘আওয়ামী লীগে কোনো বিভেদ নেই।’
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কে বি এস আহমেদ কবির, প্রধান এজেন্ট আফজালুল করিম, লস্কর নুরুল হক, মাহমুদুল হক খান মামুন, ওয়ার্কার্স পার্টির সাবেক সংসদ সদস্য শেখ টিপু সুলতান প্রমুখ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, মেয়র পদে এই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আটজন। জমা দিয়েছেন দুজন। আওয়ামী লীগ প্রার্থী ছাড়া মনোনয়নপত্র জমা দেওয়া অপরজন হলেন স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার।

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের মনোনয়নপত্র অনেকটা আগেই জমা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবের মধ্যেও আজ রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তাঁর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির নেতারা রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের কাছে এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নৌকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট আফজালুল করিম বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের মনোনয়নপত্র জমাদানের গুঞ্জন ছিল ১৬ মে। সাধারণত প্রতিবার প্রার্থী নিজে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু আজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় খোকন কিংবা তাঁর অনুসারী নেতা-কর্মীদের কোনো ভিড় দেখা যায়নি।
আফজালুল করিম বলেন, ‘মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বিজয়ী হলে নগরবাসীর যে ভবনের প্ল্যান করার সমস্যা, ট্যাক্স সমস্যা ছিল তা দূর করা হবে। সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকতে পারেন তার নিশ্চয়তা দেওয়া হবে।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বিপুল ভোটে বিজয়ী হবেন খোকন সেরনিয়াবাত।’ এক প্রশ্নের জবাবে আফজালুল করিম বলেন, ‘আওয়ামী লীগে কোনো বিভেদ নেই।’
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কে বি এস আহমেদ কবির, প্রধান এজেন্ট আফজালুল করিম, লস্কর নুরুল হক, মাহমুদুল হক খান মামুন, ওয়ার্কার্স পার্টির সাবেক সংসদ সদস্য শেখ টিপু সুলতান প্রমুখ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, মেয়র পদে এই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আটজন। জমা দিয়েছেন দুজন। আওয়ামী লীগ প্রার্থী ছাড়া মনোনয়নপত্র জমা দেওয়া অপরজন হলেন স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার।

ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন দাস (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে এক সপ্তাহের বেশি সময় তাপমাত্রা কিছুটা বাড়তি থাকার পর বছরের প্রথম দিনেই হঠাৎ কমে গেছে। জেলায় তাপমাত্রা ফের এক অঙ্কের ঘরে নেমেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড...
২ ঘণ্টা আগে