বরগুনার বেতাগী উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস প্রায় সব সময়ই থাকে তালাবদ্ধ। নারীরা সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। অফিস বন্ধ থাকায় সেবা না নিয়েই ফিরে যেতে হয় অনেককেই। অভিযোগ উঠেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম নিজের খেয়ালখুশি মতো অফিস করায় এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা নারীদের।
অভিযোগ রয়েছে, ওই কর্মকর্তা শাহিনুর বেগমকে ফোন করলেই শোনা যায় নানা অজুহাত। তিনি বেতাগী উপজেলার দায়িত্বের পাশাপাশি তালতলী উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এ কারণে যে উপজেলা থেকে ফোন করা হয় শুনেই অন্য উপজেলায় থাকার কথা বলেন। আবার মাঝেমধ্যে তিনি জেলা অফিস ও ঢাকায় অফিশিয়াল কাজে ব্যস্ত থাকার কথাও জানান। এ কারণে বেতাগী উপজেলার নারীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সেবা নিতে আসা হোসনাবাদ ইউনিয়নের ফুলবানু বেগম নামের এক ভুক্তভোগী বলেন, ‘এই অফিসে এসে বন্ধ দেখছি। অনেক দূর থেকে এসেছি, কী করব বুঝতে পারছি না।’
রাবেয়া নামে আরেক ভুক্তভোগী বলেন, ‘আমি এই সপ্তাহে তিন দিন এসে অফিস তালাবদ্ধ পেয়েছি। এখন পর্যন্ত ম্যাডামের সাক্ষাৎই পেলাম না। এই অফিস সব সময় তালাবদ্ধ থাকে বলে শুনেছি।’ একই ধরনের অভিযোগ করেন সিমা বেগম, আফরোজা আক্তারসহ একাধিক নারী।
অভিযোগ অস্বীকার করে বেতাগী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম বলেন, ‘আমি প্রশিক্ষণের জন্য ঢাকায় থাকাতে অফিস করতে পারিনি।’ তবে কবে থেকে তিনি প্রশিক্ষণের জন্য ছুটিতে আছেন এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ফোনটি কেটে দেন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি বলেন, ‘বেতাগী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম কোনো প্রশিক্ষণ কিংবা ছুটিতে নেই। তিনি অসুস্থও না। তবে কীভাবে তিনি এত দিন অফিস করেননি বিষয়টি আমার অজানা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, ‘উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস বন্ধ থাকার খবর পেয়েছি। ওই দপ্তরের কর্মকর্তা শাহিনুর বেগম আমাকে জানিয়েছেন তিনি প্রশিক্ষণে গেছেন।’

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৩ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৭ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
২০ মিনিট আগে