পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান রুকু ছুটি ছাড়াই দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় তাঁর পদ শূন্য পদ ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ। গত ৯ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রহমান স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানানো হয়। তবে বিষয়টি আজ বৃহস্পতিবার জানাজানি হয়েছে।
পাথরঘাটা পৌরসভা সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পর পর দুইবার কাউন্সিলর নির্বাচিত হন রোকনুজ্জামান রুকু। তিনি পৌর পরিষদের পরপর পাঁচটি সভায় যোগদান করেননি। পৌর কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি না নিয়েই বিদেশে থাকায় তাঁর পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর রোকনুজ্জামান রুকুকে অপসারণ করে তাঁর পদ শূন্য ঘোষণা করা হয়েছে। তিনি পাঁচ মাসের বেশি সময় ধরে বিদেশে অবস্থান করছেন।
২০০৯ সালের স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ধারা ৩২ (১) (ক) ও (ঘ) ধারা বলে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই আইনের ৩৩ (ক) ধারায় তাঁর পদ শূন্য ঘোষণা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আকন আজকের পত্রিকাকে বলেন, ২০২১ সালে পৌরসভা নির্বাচনে রোকনুজ্জামান কাউন্সিলর নির্বাচিত হন। এরপর তিনি গত ছয়-সাত মাস অনুমতি না নিয়েই বিদেশে অবস্থান করছেন। তাঁকে তাঁর অনুপস্থিতির বিষয়ে জানানো হয়। পৌরসভার বিধি অনুযায়ী তিনটি সভায় অনুপস্থিত থাকলে তাঁর পদ শূন্য হয়ে যায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরেজমিন তদন্ত করে মন্ত্রণালয় এ ব্যবস্থা নিয়েছে। পরে নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণা করে নির্বাচন হবে।

বরগুনার পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান রুকু ছুটি ছাড়াই দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় তাঁর পদ শূন্য পদ ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ। গত ৯ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রহমান স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানানো হয়। তবে বিষয়টি আজ বৃহস্পতিবার জানাজানি হয়েছে।
পাথরঘাটা পৌরসভা সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পর পর দুইবার কাউন্সিলর নির্বাচিত হন রোকনুজ্জামান রুকু। তিনি পৌর পরিষদের পরপর পাঁচটি সভায় যোগদান করেননি। পৌর কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি না নিয়েই বিদেশে থাকায় তাঁর পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর রোকনুজ্জামান রুকুকে অপসারণ করে তাঁর পদ শূন্য ঘোষণা করা হয়েছে। তিনি পাঁচ মাসের বেশি সময় ধরে বিদেশে অবস্থান করছেন।
২০০৯ সালের স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ধারা ৩২ (১) (ক) ও (ঘ) ধারা বলে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই আইনের ৩৩ (ক) ধারায় তাঁর পদ শূন্য ঘোষণা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আকন আজকের পত্রিকাকে বলেন, ২০২১ সালে পৌরসভা নির্বাচনে রোকনুজ্জামান কাউন্সিলর নির্বাচিত হন। এরপর তিনি গত ছয়-সাত মাস অনুমতি না নিয়েই বিদেশে অবস্থান করছেন। তাঁকে তাঁর অনুপস্থিতির বিষয়ে জানানো হয়। পৌরসভার বিধি অনুযায়ী তিনটি সভায় অনুপস্থিত থাকলে তাঁর পদ শূন্য হয়ে যায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরেজমিন তদন্ত করে মন্ত্রণালয় এ ব্যবস্থা নিয়েছে। পরে নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণা করে নির্বাচন হবে।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
৩৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে