
বরগুনার আমতলীর কলেজ পড়ুয়া আয়শা আক্তার আঁখি মায়ের স্মৃতি ধরে রাখতে হারিয়ে যেতে বসা মাটির গয়না তৈরি করছেন। গত চার বছরে তিনি সাফল্যের সঙ্গে পাঁচ শতাধিক গয়না তৈরি করেছেন। এর মধ্যে তিন শতাধিক গয়না বিক্রি করেছেন। অনলাইনে গয়না বিক্রির মাধ্যমে তিনি বেশ সাড়া পেয়েছেন। মাটির গয়না বিক্রিই এখন তাঁর সংসারে অর্থ জোগানের মূল মাধ্যম।
উপজেলার পশ্চিম চিলা গ্রামের আলমগীর গাজীর মেয়ে আয়শা আক্তার আঁখি। তার মা মরিয়ম বেগম ছোটবেলায় একটি মাটির কানের দুল কিনে আনেন, যা অনেক বছর আলমারিতে রাখা ছিল। সেই মায়ের ব্যবহৃত মাটির গয়নার স্মৃতি আঁখির মনে গভীর প্রভাব ফেলে এবং তিনি মাটির গয়না তৈরির উদ্যোগ নেন। নিজের অদম্য চেষ্টায় গয়না তৈরির কৌশল শেখেন তিনি। ২০২১ সালে আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আয়শা আক্তার আঁখির বিয়ে হয় এবং বর্তমানে তিনি আমতলী সরকারি কলেজে ডিগ্রি শ্রেণিতে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি সংসারে বাড়তি আয় জোগাতে মাটির গয়না তৈরির কাজ শুরু করেন তিনি।
আয়শা আক্তার আঁখি এ পর্যন্ত পাঁচ শতাধিক গয়না তৈরি করেছেন। এসবের মধ্যে রয়েছে কানের দুল, গলার সেট, মালা, চুড়িসহ নানা ধরনের গয়না। মাটির গয়নায় নান্দনিক ডিজাইন ও কারুকাজ যুক্ত করে সেগুলো তৈরি করেন তিনি। শুরুতে তেমন সাড়া না পেলেও এখন তাঁর তৈরি গয়নাগুলো অনলাইনে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা নতুন অর্ডার দিচ্ছেন। দামও খুব কম—প্রতি সেট গয়না ৭০ থেকে ১৫০ টাকা।
এ বিষয়ে ক্রেতা তানজিলা বলেন, ‘বর্তমানে সোনার গয়না অত্যন্ত দামি, যা আমাদের সাধ্যের বাইরে। আমি অনলাইনে আয়শা আঁখির কাছ থেকে একটি মাটির গয়না সেট কিনেছি এবং সেটা পরিধান করতে বেশ ভালো লাগছে।’
স্বামী গাজী মো. সোলায়মান বলেন, ‘স্ত্রী আয়শা অত্যন্ত ভালো কাজ করছে এবং আমি সব সময় তার পাশে আছি। তার তৈরি মাটির গয়নার বিক্রির টাকা দিয়ে সংসারের খরচ মেটাচ্ছে।’

আঁখির মা মরিয়ম বেগম বলেন, ‘ছোটবেলায় আমি একটি মাটির গয়না কিনে এনেছিলাম। সেই গয়না গত ২৫ বছর ধরে আলমারিতে ছিল, কিন্তু পাঁচ বছর আগে হারিয়ে ফেলেছি। আমার মেয়ে সে গয়না দেখে মাটির গয়না তৈরির উদ্যোগ নেয়।’
উদ্যোক্তা আয়শা আঁখি বলেন, ‘বিলুপ্ত মাটির জিনিস সংরক্ষণ এবং মায়ের গয়নার স্মৃতি ধরে রাখতে আমি এই উদ্যোগ নিয়েছি। এখন পর্যন্ত পাঁচ শতাধিক গয়না তৈরি করেছি এবং তিন শতাধিক বিক্রি করেছি। অনলাইনে ক্রেতারা আমাকে বেশ সাড়া দিচ্ছেন। তবে সরকার থেকে আর্থিক সহায়তা পেলে আমার কাজের পরিধি আরও বাড়াতে পারব।’
এ বিষয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান বলেন, ‘আঁখির মাটির গয়না তৈরির উদ্যোগ খুবই চমৎকার। তাঁর এই উদ্যোগের জন্য আবেদন পেলে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২৯ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৪ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে