
ভোলার লালমোহনে গভীর রাতে আনন্দ ভ্রমণের নামে লাউডস্পিকার বাজানোর কারণে ১৮ কিশোর–তরুণকে আটক করে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন পৌরসভা গেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় কাভার্ডভ্যান ও লাউডস্পিকারসহ সব মালামালও জব্দ করা হয়।
আজ সোমবার দুপুরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ১৮ কিশোর–তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে।
লালমোহন থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে ভোলার আলীনগর থেকে আনন্দ ভ্রমণের জন্য কাভার্ডভ্যানে করে ১৮ সদস্যের কিশোর ও তরুণের একটি দল চরফ্যাশনের উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ৩টার দিকে লালমোহন পৌরসভা গেট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই কাভার্ডভ্যানটির থামান থানার রাত্রিকালীন দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান।
এ ব্যাপারে জানতে চাইলে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে লাউডস্পিকার বাজিয়ে শব্দদূষণ ও সাধারণ মানুষকে বিরক্ত করার কারণে ১৮ ভ্রমণকারীকে কাভার্ডভ্যানসহ আটক করা হয়। অভিভাবকদের কাছ থেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
২ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৭ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে