মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কোষাধ্যক্ষ অধ্যাপক আসাদুজ্জামান কিংকংয়ের বিরুদ্ধে ভাঙচুর ও গরু লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত বৃহস্পতিবার জেলার জ্যেষ্ঠ বিচারিক আদালতে মামলা হয়েছে। উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের নান্নু হাওলাদার বাদী হয়ে এই মামলা করেন।
বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সুমাইয়া রিজভী মৌরী মামলাটি গ্রহণ করে আগামী ২৫ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন বলে জানান বাদীর আইনজীবী আব্দুস সালাম। মামলার অন্য আসামিরা হলেন আসাদুজ্জামানের ভাই আজাদ হাওলাদার, বিপ্লব হাওলাদার, হিরণ হাওলাদার ও নবীন হাওলাদার। তাঁদের বিরুদ্ধে ঘর ভাঙচুর, বোমা বিস্ফোরণ এবং গরু লুটের অভিযোগ করেছেন বাদী নান্নু হাওলাদার। আসাদুজ্জামান ভাঙচুর ও গরু লুটের বিষয়টি অস্বীকার করেছেন।
নান্নু হাওলাদার জানান, জমি বিরোধের জের ধরে আসাদুজ্জামান ও তাঁর ভাইদের নেতৃত্বে ৮-১০ জন লোক গত ১৯ ফেব্রুয়ারি রাত ১টার দিকে দা, শাবল, হাতবোমা নিয়ে পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করেন। তাঁরা তাঁকে মারধর করে ও ঘর ভাঙচুর করে যাওয়ার সময় ৪-৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া দুটি গরু নিয়ে যায়। থানায় মামলা না নেওয়ায় তিনি বৃহস্পতিবার আদালতে মামলা করেছেন।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আসাদুজ্জামান কিংকং বলেন, ‘গত ১৬ ফেব্রুয়ারি রাতে আমাদের দুটি বসতঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। ওই ঘটনায় আমার ভাই বিপ্লব বাদী হয়ে ১৮ ফেব্রুয়ারি বরিশাল আদালতে মামলা করেছেন। ওই মামলার আসামি নান্নু হাওলাদার আমাদের বিরুদ্ধে ভাঙচুর ও গরু লুটের মিথ্যা অভিযোগ এনে পাল্টা মামলা করেছেন।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, বিষয়টি তদন্ত করে যথাসময়ে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

বরিশালের মুলাদীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কোষাধ্যক্ষ অধ্যাপক আসাদুজ্জামান কিংকংয়ের বিরুদ্ধে ভাঙচুর ও গরু লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত বৃহস্পতিবার জেলার জ্যেষ্ঠ বিচারিক আদালতে মামলা হয়েছে। উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের নান্নু হাওলাদার বাদী হয়ে এই মামলা করেন।
বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সুমাইয়া রিজভী মৌরী মামলাটি গ্রহণ করে আগামী ২৫ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন বলে জানান বাদীর আইনজীবী আব্দুস সালাম। মামলার অন্য আসামিরা হলেন আসাদুজ্জামানের ভাই আজাদ হাওলাদার, বিপ্লব হাওলাদার, হিরণ হাওলাদার ও নবীন হাওলাদার। তাঁদের বিরুদ্ধে ঘর ভাঙচুর, বোমা বিস্ফোরণ এবং গরু লুটের অভিযোগ করেছেন বাদী নান্নু হাওলাদার। আসাদুজ্জামান ভাঙচুর ও গরু লুটের বিষয়টি অস্বীকার করেছেন।
নান্নু হাওলাদার জানান, জমি বিরোধের জের ধরে আসাদুজ্জামান ও তাঁর ভাইদের নেতৃত্বে ৮-১০ জন লোক গত ১৯ ফেব্রুয়ারি রাত ১টার দিকে দা, শাবল, হাতবোমা নিয়ে পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করেন। তাঁরা তাঁকে মারধর করে ও ঘর ভাঙচুর করে যাওয়ার সময় ৪-৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া দুটি গরু নিয়ে যায়। থানায় মামলা না নেওয়ায় তিনি বৃহস্পতিবার আদালতে মামলা করেছেন।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আসাদুজ্জামান কিংকং বলেন, ‘গত ১৬ ফেব্রুয়ারি রাতে আমাদের দুটি বসতঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। ওই ঘটনায় আমার ভাই বিপ্লব বাদী হয়ে ১৮ ফেব্রুয়ারি বরিশাল আদালতে মামলা করেছেন। ওই মামলার আসামি নান্নু হাওলাদার আমাদের বিরুদ্ধে ভাঙচুর ও গরু লুটের মিথ্যা অভিযোগ এনে পাল্টা মামলা করেছেন।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, বিষয়টি তদন্ত করে যথাসময়ে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে