তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতির ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলার আসামি উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে উপজেলার সদর রোডের বাসায় অভিযান চালিয়ে শহিদুল হককে গ্রেপ্তার করা হয়। এর আগে ৯ এপ্রিল রাতে তালতলী থানায় হামলাকারীদের বিরুদ্ধে মাসুম মোল্লা নামের এক ব্যক্তি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, ৮ এপ্রিল বিকেলে মালিপাড়া এলাকায় পাশাপাশি স্থানে আওয়ামী লীগসহ তাদের সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ ও বিএনপির গণ-অবস্থান চলাকালে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দারের পায়রা ট্রেডার্স নামের ব্যবসাপ্রতিষ্ঠানে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী অবস্থান নেন। এ সময় হামলাকারীরা ওই ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে প্রথমে সিসিটিভি ভেঙে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী মাসুম মোল্লা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে আরও ১৫-১৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। এই মামলায় ২ নম্বর আসামি করা হয় উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হককে। মামলার আট দিন পর তালতলী থানা-পুলিশ উপজেলা বিএনপির আহ্বায়কের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শহিদুল হকের ছেলে নাঈম হকের দাবি, ‘রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, উপজেলা চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

বরগুনার তালতলীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতির ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলার আসামি উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে উপজেলার সদর রোডের বাসায় অভিযান চালিয়ে শহিদুল হককে গ্রেপ্তার করা হয়। এর আগে ৯ এপ্রিল রাতে তালতলী থানায় হামলাকারীদের বিরুদ্ধে মাসুম মোল্লা নামের এক ব্যক্তি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, ৮ এপ্রিল বিকেলে মালিপাড়া এলাকায় পাশাপাশি স্থানে আওয়ামী লীগসহ তাদের সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ ও বিএনপির গণ-অবস্থান চলাকালে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দারের পায়রা ট্রেডার্স নামের ব্যবসাপ্রতিষ্ঠানে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী অবস্থান নেন। এ সময় হামলাকারীরা ওই ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে প্রথমে সিসিটিভি ভেঙে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী মাসুম মোল্লা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে আরও ১৫-১৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। এই মামলায় ২ নম্বর আসামি করা হয় উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হককে। মামলার আট দিন পর তালতলী থানা-পুলিশ উপজেলা বিএনপির আহ্বায়কের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শহিদুল হকের ছেলে নাঈম হকের দাবি, ‘রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, উপজেলা চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেম্বার জজ আদালতে আপিল করা হয়েছে। আমরা শুনানির জন্য অপেক্ষায় আছি। চেম্বার জজ আদালত নির্বাচন আয়োজনের পক্ষে বা বিপক্ষে রায় দিলে, তখন একটা ফাইনাল জায়গায় আমরা যেতে পারি।
১৬ মিনিট আগে
নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
৪০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
৪৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
১ ঘণ্টা আগে