পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে রমজান উপলক্ষে অর্ধেক ভাড়ায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন রিকশাচালক ইউসুফ। এ ছাড়াও প্রতিদিন এলাকার অসহায় রোজাদার ব্যক্তিদের নিজ উদ্যোগে ইফতারি করান তিনি। তাঁর এই উদ্যোগ গোটা পিরোজপুরে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
আজ সোমবার সরেজমিনে ইউসুফের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি জানান, পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি গ্রামের সালেক দরানীর ছেলে তিনি। বেশ কয়েক বছর আগে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। একমাত্র ছেলে ঢাকায় পোশাক কারখানা কাজ করেন। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন।
ইউসুফ জানান, রমজান মাসে বিভিন্ন দেশে বিভিন্ন পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়। এটা জেনে তিনিও সিদ্ধান্ত নেন ২০ রোজা পর্যন্ত রোজাদার যাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেবেন। এ ছাড়াও তিনি প্রতিদিন ইফতারের আগে দরিদ্র রোজাদার ব্যক্তিদের কাছে ইফতার পৌঁছে দেন।
এর কারণ হিসেবে ইউসুফ বলেন, ‘বিশ্বে বিভিন্ন দেশে যুদ্ধ চলছে, সেখানে শিশুসহ অনেকে খাবার পাচ্ছে না। আমাদের দেশেও অনেক মানুষ রোজাদার অসহায়, তাই তাদের কথা চিন্তা করেই ২০ রোজা পর্যন্ত হাফ ভাড়া নেব এবং পুরো মাস ধরেই অসহায় কিছু মানুষকে ইফতার করাব ইনশাআল্লাহ।’
তিনি আরও জানান, প্রায় ৩০ বছর ধরে রিকশা চালালেও শিক্ষার্থীদের কাছ থেকেও কম ভাড়া নেন। কোনো শিক্ষার্থী দরিদ্র পরিবারের হলে তার কাছে টাকা নেন না তিনি।
নিজের স্বল্প আয় থেকে কীভাবে এটি করছেন, এ প্রসঙ্গ রিকশাচালক ইউসুফ জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত রিকশা চালান। এরপর বাড়িতে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় ইফতারির পর আবার রাস্তায় বের হয়ে রাত ১০টা পর্যন্ত রিকশা চালান। রমজানের আগে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা আয় ছিল। রোজা উপলক্ষে ছাড় দেওয়ার পরও আয় কমেনি। কারণ ভাড়া অর্ধেক নেওয়ায় যাত্রীর সংখ্যা বেড়েছে।
রিকশাচালক ইউসুফের প্রসঙ্গে কথা হয় পিরোজপুর শহরের বাসিন্দা গিয়াস আবুর সঙ্গে। তিনি বলেন, ‘শহরে দেখা হলে আমি ইউসুফের রিকশায় চড়ে বাসায় যাই। রমজান উপলক্ষে অর্ধেক ভাড়া সত্যিই প্রশংসনীয়। এমনটা হয়তো অনেকে চিন্তাও করতে পারে না।’
পিরোজপুর জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি খালিদ আবু আজকের পত্রিকাকে বলেন, ‘ইউসুফকে আমি অনেক বছর ধরে চিনি। রমজানে ওর এই অর্ধেক ভাড়ার বিষয়টি সত্যিই অনেক মহৎ উদ্যোগ। ওর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, রমজানে কীভাবে ছাড় দিতে হয়। একজন রিকশাচালকের এমন উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে।’
পিরোজপুর জেলা শাখায় সুজনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘রিকশাচালক ইউসুফের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তার এই রমজানে অর্ধেক ভাড়া নেওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ। পণ্যের দাম বৃদ্ধি, সড়কপথে ভাড়া বৃদ্ধি, গরিব মানুষের ভোগান্তি কমাতে, আমাদের সকলকে ইউসুফের মতো কিছু কিছু উদ্যোগ নেওয়া উচিত।’

পিরোজপুরে রমজান উপলক্ষে অর্ধেক ভাড়ায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন রিকশাচালক ইউসুফ। এ ছাড়াও প্রতিদিন এলাকার অসহায় রোজাদার ব্যক্তিদের নিজ উদ্যোগে ইফতারি করান তিনি। তাঁর এই উদ্যোগ গোটা পিরোজপুরে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
আজ সোমবার সরেজমিনে ইউসুফের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি জানান, পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি গ্রামের সালেক দরানীর ছেলে তিনি। বেশ কয়েক বছর আগে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। একমাত্র ছেলে ঢাকায় পোশাক কারখানা কাজ করেন। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন।
ইউসুফ জানান, রমজান মাসে বিভিন্ন দেশে বিভিন্ন পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়। এটা জেনে তিনিও সিদ্ধান্ত নেন ২০ রোজা পর্যন্ত রোজাদার যাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেবেন। এ ছাড়াও তিনি প্রতিদিন ইফতারের আগে দরিদ্র রোজাদার ব্যক্তিদের কাছে ইফতার পৌঁছে দেন।
এর কারণ হিসেবে ইউসুফ বলেন, ‘বিশ্বে বিভিন্ন দেশে যুদ্ধ চলছে, সেখানে শিশুসহ অনেকে খাবার পাচ্ছে না। আমাদের দেশেও অনেক মানুষ রোজাদার অসহায়, তাই তাদের কথা চিন্তা করেই ২০ রোজা পর্যন্ত হাফ ভাড়া নেব এবং পুরো মাস ধরেই অসহায় কিছু মানুষকে ইফতার করাব ইনশাআল্লাহ।’
তিনি আরও জানান, প্রায় ৩০ বছর ধরে রিকশা চালালেও শিক্ষার্থীদের কাছ থেকেও কম ভাড়া নেন। কোনো শিক্ষার্থী দরিদ্র পরিবারের হলে তার কাছে টাকা নেন না তিনি।
নিজের স্বল্প আয় থেকে কীভাবে এটি করছেন, এ প্রসঙ্গ রিকশাচালক ইউসুফ জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত রিকশা চালান। এরপর বাড়িতে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় ইফতারির পর আবার রাস্তায় বের হয়ে রাত ১০টা পর্যন্ত রিকশা চালান। রমজানের আগে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা আয় ছিল। রোজা উপলক্ষে ছাড় দেওয়ার পরও আয় কমেনি। কারণ ভাড়া অর্ধেক নেওয়ায় যাত্রীর সংখ্যা বেড়েছে।
রিকশাচালক ইউসুফের প্রসঙ্গে কথা হয় পিরোজপুর শহরের বাসিন্দা গিয়াস আবুর সঙ্গে। তিনি বলেন, ‘শহরে দেখা হলে আমি ইউসুফের রিকশায় চড়ে বাসায় যাই। রমজান উপলক্ষে অর্ধেক ভাড়া সত্যিই প্রশংসনীয়। এমনটা হয়তো অনেকে চিন্তাও করতে পারে না।’
পিরোজপুর জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি খালিদ আবু আজকের পত্রিকাকে বলেন, ‘ইউসুফকে আমি অনেক বছর ধরে চিনি। রমজানে ওর এই অর্ধেক ভাড়ার বিষয়টি সত্যিই অনেক মহৎ উদ্যোগ। ওর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, রমজানে কীভাবে ছাড় দিতে হয়। একজন রিকশাচালকের এমন উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে।’
পিরোজপুর জেলা শাখায় সুজনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘রিকশাচালক ইউসুফের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তার এই রমজানে অর্ধেক ভাড়া নেওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ। পণ্যের দাম বৃদ্ধি, সড়কপথে ভাড়া বৃদ্ধি, গরিব মানুষের ভোগান্তি কমাতে, আমাদের সকলকে ইউসুফের মতো কিছু কিছু উদ্যোগ নেওয়া উচিত।’

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে