ইলিশের মৌসুমেও ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা নেই। কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। রুপালি ইলিশের আকাল চলছে। ফলে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করছেন ইলিশ। যা খেটে খাওয়া নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে।
গত বছর এই সময় ইলিশের দাম কম থাকলেও এবার দাম দ্বিগুণ। বাজারে ৮০০ থেকে ২ হাজার টাকা কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে তেমন ইলিশ নেই। আর আড়তে যে ইলিশ উঠছে তার দামও অনেক বেশি। ফলে বেশি দামেই ইলিশ বিক্রি করতে হচ্ছে।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত ইলিশের জোগান অন্য সময়ে একটু কম থাকে বলে অনেকেই ইলিশ খাওয়ার জন্য এই দিনগুলির জন্য অপেক্ষা করেন কিন্তু সেই আশাতেও এবার জল পড়ে গিয়েছে। মূলত ইলিশের জোগান কম থাকায় বাজারে ইলিশের দাম কিছুতেই কমছে না।
আজ রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী ইলিশ নিয়ে বসেছেন। তবে সেখানে তেমন ভিড় নেই। বাজারে এক কেজি ৫০০ গ্রাম থেকে ২ কেজি ওজনের ইলিশের দাম হাঁকানো হচ্ছে ২ হাজার টাকা কেজি।
এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৫০০ টাকা, দেড় কেজি ওজনের ইলিশ ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার টাকা, ৫০০ গ্রাম থেকে ৭০০ গ্রামের ইলিশের কেজি ৯০০ টাকা, আধা কেজির নিচে ৮০০ টাকা কেজি, ৪০০ গ্রাম ওজনের ইলিশ ৭০০ টাকা কেজি, ছোট সাইজের (২৫০-৩০০ গ্রাম) ইলিশ ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পৌর বাজারের ইয়াকুব আলী নামের এক ব্যবসায়ী বলেন, ‘২০০-২৫০ গ্রামের ইলিশ ৮০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। বাজারে ইলিশ তেমন নেই, দামও চড়া। তুলনামূলকভাবে ক্রেতাও কম।’
বাজারে আসা ক্রেতা রিপন বলেন, বাসা থেকে ইলিশ মাছ কিনতে বলেছে। বাজারে এসে দেখি মাছের দাম অনেক বেশি। ছোট সাইজের আধা কেজি ইলিশ ৪০০ টাকায় কিনলাম।
অনেককেই ইলিশ কেনার জন্য বাজারে গিয়েও দাম শুনে ফিরে আসতে দেখা গেছে।
উপজেলা মৎস্য আড়তদার বাবুল চন্দ্র হাওলাদার বলেন, এখন ইলিশের মৌসুম। অথচ সাগর-নদীতে ইলিশ তেমন একটা পাওয়া যাচ্ছে না। মাঝে দুই মাসের বেশি সময় মাছ ধরা বন্ধ ছিল, তখন সাগরে মাছ ছিল। এখন জেলেরা তেমন মাছ পাচ্ছে না। যে কারণে পাইকারি ও খুচরা বাজারে মাছের দাম বেশি।’
বাবুল চন্দ্র হাওলাদার আরও বলেন, ‘গত বছর এই সময় বাজারে ইলিশের প্রচুর সরবরাহ ছিল। এবার সরবরাহ কম। ছোট জাটকা ইলিশ ৮০০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া এক কেজির ঊর্ধ্বের ইলিশ ১৪০০ টাকা থেকে ১৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, ‘নদীতে অমাবস্যা ও পূর্ণিমার ওপর ভিত্তি করে জোয়ার-ভাটায় প্রভাব পড়ে। ভরা পূর্ণিমা বা অমাবস্যার সময়টাকে বলে ভরাকাতাল। আর ভরা পূর্ণিমা ও অমাবস্যার মাঝামাঝি সময়টাকে বলে মরাকাতাল। মরাকাতালের সময়টাতে নদীতে জোয়ার-ভাটার প্রভাব কম থাকে।’
মৎস্য কর্মকর্তা আরও বলেন, ‘বর্তমানে মরাকাতাল চলছে। তাই মাছ কিছুটা কম পাচ্ছে জেলেরা। তবে আর কিছুদিন পরই ভরা পূর্ণিমাতে ইলিশে জেলেদের জাল ভরে উঠবে বলে আশা করা হচ্ছে। নদীর বিভিন্ন স্থানে ডুবোচর ও দূষণের ফলে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের মৌসুমেও জেলেরা তাঁদের কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না।’

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে