পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

দীর্ঘদিন পর আবারও বঙ্গোপসাগরে ডাকাতি শুরু করেছে দস্যুরা। গত এক মাসে বিচ্ছিন্নভাবে ১০ টির মতো ডাকাতি সংঘটিত হয়েছে। এতে তিন জেলের মৃত্যু ও তিন জেলে নিখোঁজ রয়েছে। এর মধ্যে আবারও ঘটেছে ডাকাতির ঘটনা।
গতকাল শনিবার বেলা ১২টার দিকে বরগুনার পাথরঘাটা মৎস্য বন্দর থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীরে এই ডাকাতির ঘটনা ঘটেছে। পাথরঘাটার টিন বাদশাহর মালিকানাধীন এফবি ভাই ভাই ট্রলারে এই ঘটনা ঘটে। এতে ওই ট্রলারের আট জেলেকে জিম্মি করে মারধর করে মাছ, জালদড়ি, তেল, মোটর, সেলফ, ব্যাটারিসহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দস্যুরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এদিকে বারবার বঙ্গোপসাগরে ডাকাতির ঘটনায় উপকূলীয় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এফবি ভাই ভাই ট্রলারের মালিক টিন বাদশাহ জানান, বঙ্গোপসাগরে মাছ শিকারে করে ঘাটে ফেরার পথে ইঞ্জিন বিকল হলে অন্য দুটি ট্রলারের সহযোগিতায় মেরামতের জন্য কক্সবাজার ঘাটের দিকে বেঁধে নিয়ে যাচ্ছিল। এ সময় কক্সবাজার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে হঠাৎ দুটি ট্রলার ধাওয়া দিয়ে এফবি ভাই ভাই ট্রলারটি আটক করে। তখন সহযোগিতায় এগিয়ে আসা অন্য ট্রলার দুটি তার ট্রলারটি ছেড়ে দিয়ে নিরাপদে চলে যায়।
এ সময় ২৫ থেকে ৩০ জন ডাকাত ট্রলার উঠে লাঠি ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। রামদা ও কুঠার দিয়ে কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দোওয়ার ভয় দেখিয়ে জিম্মি করে সকল রসদ তুলে নেয়। এ সময় তাদের কাছে দুটি আগ্নেয়াস্ত্র দেখা গেছে। এতে ট্রলারের মাঝি আমির হোসেন, সাহাবুদ্দিন, লিটন, হাসান, জাহাঙ্গীর, হোসেন আলী ও আবদুল্লাহ আহত হয়েছেন বলে জানান তিনি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলারের মাঝি আমির হোসেনের বরাত দিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকাতরা এর আগেও ৭টি ট্রলার ডাকাতি করে সাত মাঝিকে অপহরণ করে। তাদের ট্রলারে উঠিয়ে ট্রলারসহ অপহরণ করতে চায়। কিন্তু ভাই ভাই ট্রলারটি ইঞ্জিন বিকল হওয়ার আবার সাত জেলেকে ডাকাতদের ট্রলারে তুলে নিয়ে এফবি ভাই ভাই ট্রলারটি ছেড়ে দেয়।’
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহসভাপতি আবুল হোসেন ফরাজি বলেন, ‘বারবার বঙ্গোপসাগরে ডাকাতি সংঘটিত হওয়ার উপকূলীয় হাজারো জেলেরা উৎকণ্ঠায় রয়েছে। যদি এদের থামানো না যায় তাহলে জেলেরা আতঙ্কিত হয়ে নদীর ব্যবসা ছেড়ে দেবে।’
এ বিষয়ে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট শাফায়াত আবরার বলেন, ‘বিষয়টি আমরা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি থেকে জানতে পেরেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।’
র্যাব-৮ কোম্পানি কমান্ডার তুহিন রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘কক্সবাজারের ঘটনা শুনেছি। যদিও ঘটনা আমার এলাকার না, তবু বিস্তারিত জেনে তারপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দীর্ঘদিন পর আবারও বঙ্গোপসাগরে ডাকাতি শুরু করেছে দস্যুরা। গত এক মাসে বিচ্ছিন্নভাবে ১০ টির মতো ডাকাতি সংঘটিত হয়েছে। এতে তিন জেলের মৃত্যু ও তিন জেলে নিখোঁজ রয়েছে। এর মধ্যে আবারও ঘটেছে ডাকাতির ঘটনা।
গতকাল শনিবার বেলা ১২টার দিকে বরগুনার পাথরঘাটা মৎস্য বন্দর থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীরে এই ডাকাতির ঘটনা ঘটেছে। পাথরঘাটার টিন বাদশাহর মালিকানাধীন এফবি ভাই ভাই ট্রলারে এই ঘটনা ঘটে। এতে ওই ট্রলারের আট জেলেকে জিম্মি করে মারধর করে মাছ, জালদড়ি, তেল, মোটর, সেলফ, ব্যাটারিসহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দস্যুরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এদিকে বারবার বঙ্গোপসাগরে ডাকাতির ঘটনায় উপকূলীয় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এফবি ভাই ভাই ট্রলারের মালিক টিন বাদশাহ জানান, বঙ্গোপসাগরে মাছ শিকারে করে ঘাটে ফেরার পথে ইঞ্জিন বিকল হলে অন্য দুটি ট্রলারের সহযোগিতায় মেরামতের জন্য কক্সবাজার ঘাটের দিকে বেঁধে নিয়ে যাচ্ছিল। এ সময় কক্সবাজার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে হঠাৎ দুটি ট্রলার ধাওয়া দিয়ে এফবি ভাই ভাই ট্রলারটি আটক করে। তখন সহযোগিতায় এগিয়ে আসা অন্য ট্রলার দুটি তার ট্রলারটি ছেড়ে দিয়ে নিরাপদে চলে যায়।
এ সময় ২৫ থেকে ৩০ জন ডাকাত ট্রলার উঠে লাঠি ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। রামদা ও কুঠার দিয়ে কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দোওয়ার ভয় দেখিয়ে জিম্মি করে সকল রসদ তুলে নেয়। এ সময় তাদের কাছে দুটি আগ্নেয়াস্ত্র দেখা গেছে। এতে ট্রলারের মাঝি আমির হোসেন, সাহাবুদ্দিন, লিটন, হাসান, জাহাঙ্গীর, হোসেন আলী ও আবদুল্লাহ আহত হয়েছেন বলে জানান তিনি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলারের মাঝি আমির হোসেনের বরাত দিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকাতরা এর আগেও ৭টি ট্রলার ডাকাতি করে সাত মাঝিকে অপহরণ করে। তাদের ট্রলারে উঠিয়ে ট্রলারসহ অপহরণ করতে চায়। কিন্তু ভাই ভাই ট্রলারটি ইঞ্জিন বিকল হওয়ার আবার সাত জেলেকে ডাকাতদের ট্রলারে তুলে নিয়ে এফবি ভাই ভাই ট্রলারটি ছেড়ে দেয়।’
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহসভাপতি আবুল হোসেন ফরাজি বলেন, ‘বারবার বঙ্গোপসাগরে ডাকাতি সংঘটিত হওয়ার উপকূলীয় হাজারো জেলেরা উৎকণ্ঠায় রয়েছে। যদি এদের থামানো না যায় তাহলে জেলেরা আতঙ্কিত হয়ে নদীর ব্যবসা ছেড়ে দেবে।’
এ বিষয়ে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট শাফায়াত আবরার বলেন, ‘বিষয়টি আমরা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি থেকে জানতে পেরেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।’
র্যাব-৮ কোম্পানি কমান্ডার তুহিন রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘কক্সবাজারের ঘটনা শুনেছি। যদিও ঘটনা আমার এলাকার না, তবু বিস্তারিত জেনে তারপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৫ ঘণ্টা আগে