পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এফবি মামুন নামে একটি মাছ ধরা ট্রলারসহ ১১ জেলে ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। জেলেদের সন্ধান না পাওয়ায় তাঁদের পরিবারগুলো হতাশায় রয়েছে। ট্রলারমালিক মো. হাবিবুর রহমান বরগুনার নলটোনা ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, গত ২৭ নভেম্বর সকালে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মাছঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে বড়শি দিয়ে মাছ শিকারের জন্য এফবি মামুন ট্রলারসহ ১১ জেলেকে নিয়ে সাগরে রওনা হয়ে যায়।
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে বড়শি দিয়ে মাছ শিকারের জন্য ২৭ নভেম্বর পাথরঘাটা মৎস্য ঘাট থেকে তাঁরা বঙ্গোপসাগরের উদ্দেশে যান। এসব জেলে সব সময় নেটওয়ার্কের মধ্যে থেকেই মাছ শিকার করতেন। তাঁরা ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়তে পারে বলে আমরা ধারণা করছি।’
সমিতির সভাপতি আরও বলেন, ‘আজ সকালে আব্দুস সালাম মাঝির নেতৃত্বে এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার ৬ জেলেকে নিয়ে নিখোঁজ জেলেদের অনুসন্ধানের জন্য পাঠানো হয়েছে। তাঁরা নেটওয়ার্কের বাইরে থাকায় তাঁদের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না।’
কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর-রশীদ বলেন, ‘ট্রলারমালিক সমিতির পক্ষ থেকে এ খবর আমাদের জানানো হয়েছে। আমরা উচ্চমহল ও পশ্চিম জোনকে জানিয়েছি। সবাই মিলে বিভিন্ন অঞ্চলে নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এফবি মামুন নামে একটি মাছ ধরা ট্রলারসহ ১১ জেলে ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। জেলেদের সন্ধান না পাওয়ায় তাঁদের পরিবারগুলো হতাশায় রয়েছে। ট্রলারমালিক মো. হাবিবুর রহমান বরগুনার নলটোনা ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, গত ২৭ নভেম্বর সকালে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মাছঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে বড়শি দিয়ে মাছ শিকারের জন্য এফবি মামুন ট্রলারসহ ১১ জেলেকে নিয়ে সাগরে রওনা হয়ে যায়।
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে বড়শি দিয়ে মাছ শিকারের জন্য ২৭ নভেম্বর পাথরঘাটা মৎস্য ঘাট থেকে তাঁরা বঙ্গোপসাগরের উদ্দেশে যান। এসব জেলে সব সময় নেটওয়ার্কের মধ্যে থেকেই মাছ শিকার করতেন। তাঁরা ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়তে পারে বলে আমরা ধারণা করছি।’
সমিতির সভাপতি আরও বলেন, ‘আজ সকালে আব্দুস সালাম মাঝির নেতৃত্বে এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার ৬ জেলেকে নিয়ে নিখোঁজ জেলেদের অনুসন্ধানের জন্য পাঠানো হয়েছে। তাঁরা নেটওয়ার্কের বাইরে থাকায় তাঁদের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না।’
কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর-রশীদ বলেন, ‘ট্রলারমালিক সমিতির পক্ষ থেকে এ খবর আমাদের জানানো হয়েছে। আমরা উচ্চমহল ও পশ্চিম জোনকে জানিয়েছি। সবাই মিলে বিভিন্ন অঞ্চলে নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে