
বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসকসহ আটজনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার সাইফুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্ট্রার সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে এই স্বাস্থ্যকেন্দ্রে ৪০ জন নমুনা দিয়েছেন। এদের মধ্যে আটজনের পজিটিভ এসেছে।
জানা যায়, কয়েক দিন ধরেই এ দুই চিকিৎসকের জ্বর ছিল। চিকিৎসকের সংকট হাওয়ায় উপসর্গ নিয়েও তাঁরা রোগীদের চিকিৎসা দিয়েছেন। পরে অবস্থা সন্দেহজনক হলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার পরামর্শে পরীক্ষা করিয়ে হোম কোয়ারেন্টিনে যান। এই পরীক্ষায় তাঁদের করোনা শনাক্ত হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার সাইফুল হাসান জানান, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন দায়িত্বরত চিকিৎসকের করোনা আক্রান্ত হয়েছে। রোগীদের সেবা দিতে গিয়েই তাঁরা আজ করোনায় আক্রান্ত। এই এলাকায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও পাথরঘাটার লোকজন স্বাস্থ্যবিধি মানছে না বলেও তিনি উল্লেখ করেন।
এই চিকিৎসক বলেন, এমনিতেই হাসপাতালে চিকিৎসকের সংকট। এর মধ্যে দুজন আক্রান্ত হওয়ায় রোগীদের স্বাস্থ্যসেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি। তাই সংক্রমণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নিজেদের ও আশপাশের মানুষদের ভালো রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শও দেন তিনি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৮ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৮ মিনিট আগে