পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানসহ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার কলাপাড়া থানার একটি মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন কলাপাড়া চৌকি আদালতের ভারপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান টোটন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য আসামিরা হলেন কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব তালুকদার, নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমি গাজী, সাবেক সভাপতি মো. মুছা, মো. আশিক তালুকদার, মো. শাহ আলম ও মো. কাওসার পারভেজ।
এর আগে ২০২৪ সালের ১৮ আগস্ট কলাপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলাটি করা হয়।
পিপি মজিবুর রহমান টোটন জানান, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ জুন দিন ধার্য রয়েছে। তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার আদালতে উপস্থিত হয়ে এজাহারভুক্ত ৯ আসামির বিদেশগমনে নিষেধাজ্ঞার আবেদন করেন।
আদালত তদন্ত কর্মকর্তার আবেদন এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে পলাতক আসামি সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ অন্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
আদেশের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশ মহাপরিদর্শক, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক, পটুয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানসহ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার কলাপাড়া থানার একটি মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন কলাপাড়া চৌকি আদালতের ভারপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান টোটন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য আসামিরা হলেন কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব তালুকদার, নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমি গাজী, সাবেক সভাপতি মো. মুছা, মো. আশিক তালুকদার, মো. শাহ আলম ও মো. কাওসার পারভেজ।
এর আগে ২০২৪ সালের ১৮ আগস্ট কলাপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলাটি করা হয়।
পিপি মজিবুর রহমান টোটন জানান, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ জুন দিন ধার্য রয়েছে। তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার আদালতে উপস্থিত হয়ে এজাহারভুক্ত ৯ আসামির বিদেশগমনে নিষেধাজ্ঞার আবেদন করেন।
আদালত তদন্ত কর্মকর্তার আবেদন এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে পলাতক আসামি সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ অন্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
আদেশের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশ মহাপরিদর্শক, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক, পটুয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২৬ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে