Ajker Patrika

২ লাখ টাকা নিয়ে নিখোঁজ, ৪ দিন পর অচেতন অবস্থায় যুবককে উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
আমতলী থানা। ছবি: সংগৃহীত
আমতলী থানা। ছবি: সংগৃহীত

দুই লাখ টাকা নিয়ে নিখোঁজের চার দিন পর মেহেদী হাসান বায়েজিদ (২২) নামে এক যুবককে বরগুনার আমতলী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে স্থানীয় এক অটোচালক তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর ডেমরায় বিকাশ থেকে দুই লাখ টাকা তুলে যাওয়ার পথে নিখোঁজ হন তিনি।

জানা গেছে, আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামের বাদল সরদারের ছেলে মেহেদী হাসান বায়েজিদ ঢাকার ডেমরা থানা এলাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। বৃহস্পতিবার দুপুরে বিকাশ থেকে দুই লাখ টাকা তুলে অফিসে যাচ্ছিল। এর পর থেকে মেহেদী নিখোঁজ হন।

এ ঘটনায় শুক্রবার ডেমরা থানায় সাধারণ ডায়েরি করে তাঁর পরিবার। গতকাল রাত সাড়ে ১০ টিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি নামক স্থানে এক অটোচালক অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তিনি তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভুক্তভোগীর বাবা বাদল সরদারের অভিযোগ, তাঁর ছেলে মেহেদীকে অফিসের লোকজন মারধর শেষে অচেতন করে টাকা ছিনিয়ে নিয়ে সড়কের পাশে ফেলে রেখে গেছেন। তদন্ত করে এর সুষ্ঠু বিচার দাবি করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ‘মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ৩টা) তার জ্ঞান ফেরেনি।’

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, তাকে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওয়াশিংটনে মোদির সঙ্গে বৈঠক, বাংলাদেশ প্রশ্নে যা বললেন ট্রাম্প

হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত ও বরকত

পাকিস্তান ম্যাচের আগমুহূর্তে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তান-নিউজিল্যান্ডের ‘চ্যাম্পিয়ন’ হওয়ার লড়াই

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে ইউএনও, অফিস করছেন বাসা থেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত