নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ‘ফ্যাসিস্ট’ বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের গেট ভাঙার অভিযোগে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ। এর প্রতিবাদে আজ রাতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া উপাচার্যের এ মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষক।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তিনি ‘আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন’ করছেন। এ নিয়ে তিন দিন ধরে অস্থিরতা চলছে। এ পরিস্থিতিতে উপাচার্য আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সহ-উপাচার্য, ট্রেজারারসহ কয়েকজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্ধন দিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ২০১১ সাল থেকে সৃষ্ট ববির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এমনকি শিক্ষার্থীরাও সবাই ফ্যাসিস্ট আমলের। কেউ যদি বলে আমি ফ্যাসিস্টের কেউ নই, তারা তা দাবি করতে পারবে না। তারা ফ্যাসিস্টের আমলেই রিক্রুটেড। আমরা জানি কীভাবে রিক্রুটমেন্ট হয়েছে।’
ভিসি আরও বলেন, ‘বন্দর থানায় একটা মামলা দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে যা হয়নি, তার চেয়েও বড় ঘটনা ঘটে গেছে বিশ্ববিদ্যালয়ে। ভিসির বাংলোর গেট ভাঙা হয়েছে।’
উপাচার্যের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ সংবাদ সম্মেলন করেন। এ সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের করা ষড়যন্ত্রমূলক মামলা ৬ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়। এ ছাড়া আজ রাতে ক্যাম্পাসে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।
এ প্রসঙ্গে সহ-উপাচার্য গোলাম রাব্বানী বলেন, ‘ভিসি কীভাবে এখানকার সব ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে ফ্যাসিস্ট বলেন? ২০১১ সাল থেকে এ পর্যন্ত ববিতে প্রায় ১ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করেছে। এই ছাত্ররা কি ফ্যাসিস্ট হতে পারে? তিনি যে মামলা দিয়েছেন, সেই মামলায় আমাদেরও অভিযুক্ত করেছেন। সরকারকে অবহিত না করে কীভাবে তিনি ছাত্রদের বিরুদ্ধে মামলা করেন?’
এদিকে উপাচার্যের ‘ফ্যাসিস্ট’-সংবলিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আজ ৫০ শিক্ষক বিবৃতি দিয়ে বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ হিসেবে অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় কিছু ঘটনার উদ্ভব হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, অগ্রগতি ও শিক্ষার সুষ্ঠু-স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ন রাখার স্বার্থে প্রশাসনের উচ্চপর্যায় থেকে এমন কার্যক্রম বন্ধ হওয়া জরুরি।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ‘ফ্যাসিস্ট’ বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের গেট ভাঙার অভিযোগে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ। এর প্রতিবাদে আজ রাতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া উপাচার্যের এ মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষক।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তিনি ‘আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন’ করছেন। এ নিয়ে তিন দিন ধরে অস্থিরতা চলছে। এ পরিস্থিতিতে উপাচার্য আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সহ-উপাচার্য, ট্রেজারারসহ কয়েকজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্ধন দিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ২০১১ সাল থেকে সৃষ্ট ববির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এমনকি শিক্ষার্থীরাও সবাই ফ্যাসিস্ট আমলের। কেউ যদি বলে আমি ফ্যাসিস্টের কেউ নই, তারা তা দাবি করতে পারবে না। তারা ফ্যাসিস্টের আমলেই রিক্রুটেড। আমরা জানি কীভাবে রিক্রুটমেন্ট হয়েছে।’
ভিসি আরও বলেন, ‘বন্দর থানায় একটা মামলা দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে যা হয়নি, তার চেয়েও বড় ঘটনা ঘটে গেছে বিশ্ববিদ্যালয়ে। ভিসির বাংলোর গেট ভাঙা হয়েছে।’
উপাচার্যের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ সংবাদ সম্মেলন করেন। এ সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের করা ষড়যন্ত্রমূলক মামলা ৬ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়। এ ছাড়া আজ রাতে ক্যাম্পাসে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।
এ প্রসঙ্গে সহ-উপাচার্য গোলাম রাব্বানী বলেন, ‘ভিসি কীভাবে এখানকার সব ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে ফ্যাসিস্ট বলেন? ২০১১ সাল থেকে এ পর্যন্ত ববিতে প্রায় ১ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করেছে। এই ছাত্ররা কি ফ্যাসিস্ট হতে পারে? তিনি যে মামলা দিয়েছেন, সেই মামলায় আমাদেরও অভিযুক্ত করেছেন। সরকারকে অবহিত না করে কীভাবে তিনি ছাত্রদের বিরুদ্ধে মামলা করেন?’
এদিকে উপাচার্যের ‘ফ্যাসিস্ট’-সংবলিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আজ ৫০ শিক্ষক বিবৃতি দিয়ে বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ হিসেবে অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় কিছু ঘটনার উদ্ভব হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, অগ্রগতি ও শিক্ষার সুষ্ঠু-স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ন রাখার স্বার্থে প্রশাসনের উচ্চপর্যায় থেকে এমন কার্যক্রম বন্ধ হওয়া জরুরি।’

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
৩১ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে