নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ‘ফ্যাসিস্ট’ বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের গেট ভাঙার অভিযোগে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ। এর প্রতিবাদে আজ রাতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া উপাচার্যের এ মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষক।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তিনি ‘আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন’ করছেন। এ নিয়ে তিন দিন ধরে অস্থিরতা চলছে। এ পরিস্থিতিতে উপাচার্য আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সহ-উপাচার্য, ট্রেজারারসহ কয়েকজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্ধন দিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ২০১১ সাল থেকে সৃষ্ট ববির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এমনকি শিক্ষার্থীরাও সবাই ফ্যাসিস্ট আমলের। কেউ যদি বলে আমি ফ্যাসিস্টের কেউ নই, তারা তা দাবি করতে পারবে না। তারা ফ্যাসিস্টের আমলেই রিক্রুটেড। আমরা জানি কীভাবে রিক্রুটমেন্ট হয়েছে।’
ভিসি আরও বলেন, ‘বন্দর থানায় একটা মামলা দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে যা হয়নি, তার চেয়েও বড় ঘটনা ঘটে গেছে বিশ্ববিদ্যালয়ে। ভিসির বাংলোর গেট ভাঙা হয়েছে।’
উপাচার্যের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ সংবাদ সম্মেলন করেন। এ সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের করা ষড়যন্ত্রমূলক মামলা ৬ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়। এ ছাড়া আজ রাতে ক্যাম্পাসে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।
এ প্রসঙ্গে সহ-উপাচার্য গোলাম রাব্বানী বলেন, ‘ভিসি কীভাবে এখানকার সব ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে ফ্যাসিস্ট বলেন? ২০১১ সাল থেকে এ পর্যন্ত ববিতে প্রায় ১ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করেছে। এই ছাত্ররা কি ফ্যাসিস্ট হতে পারে? তিনি যে মামলা দিয়েছেন, সেই মামলায় আমাদেরও অভিযুক্ত করেছেন। সরকারকে অবহিত না করে কীভাবে তিনি ছাত্রদের বিরুদ্ধে মামলা করেন?’
এদিকে উপাচার্যের ‘ফ্যাসিস্ট’-সংবলিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আজ ৫০ শিক্ষক বিবৃতি দিয়ে বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ হিসেবে অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় কিছু ঘটনার উদ্ভব হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, অগ্রগতি ও শিক্ষার সুষ্ঠু-স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ন রাখার স্বার্থে প্রশাসনের উচ্চপর্যায় থেকে এমন কার্যক্রম বন্ধ হওয়া জরুরি।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ‘ফ্যাসিস্ট’ বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের গেট ভাঙার অভিযোগে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ। এর প্রতিবাদে আজ রাতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া উপাচার্যের এ মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষক।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তিনি ‘আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন’ করছেন। এ নিয়ে তিন দিন ধরে অস্থিরতা চলছে। এ পরিস্থিতিতে উপাচার্য আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সহ-উপাচার্য, ট্রেজারারসহ কয়েকজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্ধন দিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ২০১১ সাল থেকে সৃষ্ট ববির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এমনকি শিক্ষার্থীরাও সবাই ফ্যাসিস্ট আমলের। কেউ যদি বলে আমি ফ্যাসিস্টের কেউ নই, তারা তা দাবি করতে পারবে না। তারা ফ্যাসিস্টের আমলেই রিক্রুটেড। আমরা জানি কীভাবে রিক্রুটমেন্ট হয়েছে।’
ভিসি আরও বলেন, ‘বন্দর থানায় একটা মামলা দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে যা হয়নি, তার চেয়েও বড় ঘটনা ঘটে গেছে বিশ্ববিদ্যালয়ে। ভিসির বাংলোর গেট ভাঙা হয়েছে।’
উপাচার্যের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ সংবাদ সম্মেলন করেন। এ সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের করা ষড়যন্ত্রমূলক মামলা ৬ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়। এ ছাড়া আজ রাতে ক্যাম্পাসে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।
এ প্রসঙ্গে সহ-উপাচার্য গোলাম রাব্বানী বলেন, ‘ভিসি কীভাবে এখানকার সব ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে ফ্যাসিস্ট বলেন? ২০১১ সাল থেকে এ পর্যন্ত ববিতে প্রায় ১ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করেছে। এই ছাত্ররা কি ফ্যাসিস্ট হতে পারে? তিনি যে মামলা দিয়েছেন, সেই মামলায় আমাদেরও অভিযুক্ত করেছেন। সরকারকে অবহিত না করে কীভাবে তিনি ছাত্রদের বিরুদ্ধে মামলা করেন?’
এদিকে উপাচার্যের ‘ফ্যাসিস্ট’-সংবলিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আজ ৫০ শিক্ষক বিবৃতি দিয়ে বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ হিসেবে অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় কিছু ঘটনার উদ্ভব হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, অগ্রগতি ও শিক্ষার সুষ্ঠু-স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ন রাখার স্বার্থে প্রশাসনের উচ্চপর্যায় থেকে এমন কার্যক্রম বন্ধ হওয়া জরুরি।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৪ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৮ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে