আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙে বিয়ের কনেপক্ষের নয়জনের মৃত্যুর ঘটনায় বর ও কনের বাড়িতে শোকের মাতম চলছে। আজ শনিবার দুপুরে লোহার ব্রিজ ভেঙে মাইক্রোবাস ও অটোগাড়ি চাওড়া নদীতে পড়ে গেলে কনেপক্ষের নয়জন যাত্রী নিহত হন।
আমতলী উপজেলার কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তর তক্তাবুনিয়া গ্রামের মাসুম বিল্লাহ মনিরের মেয়ে হুমায়রা আক্তারের সঙ্গে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকার বাসিন্দা সেলিম মাহমুদের ছেলে ডা. সোহাগের বিয়ে হয়। গতকাল শুক্রবার কনেকে বরের বাড়ি তুলে আনা হয়। আজ শনিবার মেয়েপক্ষের লোকজন বরের বাড়িতে যাচ্ছিল। পথে হলদিয়া ব্রিজ ভেঙে গাড়ি নদীতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী নাসির উদ্দিন বলেন, তাৎক্ষণিকভাবে স্থানীয়রা মাইক্রোবাসে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা চালায়। ততক্ষণে মাইক্রোবাসে থাকা কনেপক্ষের ৯ যাত্রীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে রুকাইয়াত ইসলাম ও জাকিয়ার বাড়ি উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে। নিহত সাতজনের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কোকরারচর গ্রামে। তাঁরা সবাই কনে হুমায়রার মামাবাড়ির আত্মীয়।
এ ঘটনায় বর ডা. সোহাগ ও কনে হুমায়রার বাড়িতে মাতম বইছে। আজ শনিবার সন্ধ্যায় সরেজমিন সোহাগের বাড়ি গিয়ে দেখা গেছে, বাড়িজুড়ে কান্নার রোল। মেহমানদের জন্য পাতিল ভরা খাবার। কিন্তু সেই খাবার খাওয়ার লোক নেই। কনের বাড়িতেও বইছে মাতম।
বরের বাবা কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম মাহমুদ বলেন, ‘ঘটনা নিয়ে কিছু বলার ভাষা নেই। কনেপক্ষের লোকজনের জন্য সব আয়োজন ছিল। কিন্তু সবকিছু ভেস্তে গেল।’
কনের বাবা মাসুম বিল্লাহ মনির বলেন, ‘আমার কিছুই বলার নেই। আমি শ্বশুরবাড়ির মানুষকে কী জবাব দেব? আল্লায় কেন আমার ওপর এত বড় বিপদ দিলেন?’

বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙে বিয়ের কনেপক্ষের নয়জনের মৃত্যুর ঘটনায় বর ও কনের বাড়িতে শোকের মাতম চলছে। আজ শনিবার দুপুরে লোহার ব্রিজ ভেঙে মাইক্রোবাস ও অটোগাড়ি চাওড়া নদীতে পড়ে গেলে কনেপক্ষের নয়জন যাত্রী নিহত হন।
আমতলী উপজেলার কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তর তক্তাবুনিয়া গ্রামের মাসুম বিল্লাহ মনিরের মেয়ে হুমায়রা আক্তারের সঙ্গে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকার বাসিন্দা সেলিম মাহমুদের ছেলে ডা. সোহাগের বিয়ে হয়। গতকাল শুক্রবার কনেকে বরের বাড়ি তুলে আনা হয়। আজ শনিবার মেয়েপক্ষের লোকজন বরের বাড়িতে যাচ্ছিল। পথে হলদিয়া ব্রিজ ভেঙে গাড়ি নদীতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী নাসির উদ্দিন বলেন, তাৎক্ষণিকভাবে স্থানীয়রা মাইক্রোবাসে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা চালায়। ততক্ষণে মাইক্রোবাসে থাকা কনেপক্ষের ৯ যাত্রীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে রুকাইয়াত ইসলাম ও জাকিয়ার বাড়ি উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে। নিহত সাতজনের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কোকরারচর গ্রামে। তাঁরা সবাই কনে হুমায়রার মামাবাড়ির আত্মীয়।
এ ঘটনায় বর ডা. সোহাগ ও কনে হুমায়রার বাড়িতে মাতম বইছে। আজ শনিবার সন্ধ্যায় সরেজমিন সোহাগের বাড়ি গিয়ে দেখা গেছে, বাড়িজুড়ে কান্নার রোল। মেহমানদের জন্য পাতিল ভরা খাবার। কিন্তু সেই খাবার খাওয়ার লোক নেই। কনের বাড়িতেও বইছে মাতম।
বরের বাবা কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম মাহমুদ বলেন, ‘ঘটনা নিয়ে কিছু বলার ভাষা নেই। কনেপক্ষের লোকজনের জন্য সব আয়োজন ছিল। কিন্তু সবকিছু ভেস্তে গেল।’
কনের বাবা মাসুম বিল্লাহ মনির বলেন, ‘আমার কিছুই বলার নেই। আমি শ্বশুরবাড়ির মানুষকে কী জবাব দেব? আল্লায় কেন আমার ওপর এত বড় বিপদ দিলেন?’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে