
পটুয়াখালীর বাউফলে সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আরও এক শিক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় ছুটি হওয়ার পর এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলো—ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সিয়াম ও মারুফ। আহত আরেকজন হলো নিহতদের সহপাঠী নাফিস।
বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম জানান, দুই দিন আগে ইন্দ্রকুল বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পায়ে পা লাগাকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ সময় একে অপরকে চড়থাপ্পড় মারে। পরে এরই জের ধরে বুধবার স্কুল ছুটির পর স্কুলসংলগ্ন ব্রিজের কাছে আগে থেকে ওত পেতে থাকা নবম শ্রেণির শিক্ষার্থী রায়হান, নাইম, হাসিবুলসহ বেশ কয়েকজন দশম শ্রেণির শিক্ষার্থী মারুফ, সিয়াম এবং নাফিসের ওপর আক্রমণ এবং ছুরিকাঘাত করে। এতে তিনজন গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যান । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মারুফ এবং সিয়ামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে রাত সাড়ে ৭টার দিকে তাদের মৃত্যু হয়।
পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, বিষয়টি মর্মান্তিক। সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৪ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
৩১ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৫ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে